ভাটপাড়ায় বিজেপির গুলিতে খুন তৃণমূল নেতা
উপনির্বাচনের সকাল থেকে উত্তপ্ত বাংলার বিভিন্ন অঞ্চল। উত্তর ২৪ পরগনার নৈহাটিতে চলছে ভোট, যার পাশেই ভাটপাড়ায় গুলি করে খুন করা হলো তৃণমূল নেতাকে। অভিযোগের তীর অর্জুন সিং পোষিত গুন্ডাদের দিকে।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম অশোক সাউ, যিনি ভাটপাড়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি। আজ সকালে ভাটপাড়া থানা থেকে কিছুটা দূরেই একটি চায়ের দোকানে বসে ছিলেন তিনি, যখন বেশ কয়েকজন দুষ্কৃতী এসে পরপর বোমা ছোড়ে এবং গুলি চালায় বলে অভিযোগ।
সেই সময় গুলিতে জখম হন অশোক সাউ। তাঁকে ভাটপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে মৃত বলে ঘোষণা করা হয় তাকে। এদিকে গুলি চালানোর খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
ইতিমধ্যেই অভিযোগের তীর চলে গেছে মজদুর ভবনের দিকে। এলাকার মানুষ জানাচ্ছেন, অর্জুন সিংয়ের গুন্ডারা এই খুনের জন্য দায়ী। পুলিশ তদন্ত শুরু করেছে।