সানাইয়ের সুরে শুরু শান্তিনিকেতনের পৌষমেলা
ডিসেম্বর 23, 2024 < 1 min read
মোরে ডাকি লয়ে যাও মুক্ত দ্বারে’ সঙ্গীতে বৈতালিক এবং উপাসনার মধ্যে দিয়ে শান্তিনিকেতনে শুরু হয়ে গেল পৌষমেলা ও পৌষ উৎসব। ২৩ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা ৷ এবছর প্রায় ১৭০০ দোকান বসছে এখানে ৷ এবারের পৌষমেলায় ভিড়ও অনেক বেশি হবে বলে মনে করছে প্রশাসন ও আয়োজক শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ তাই নিরাপত্তায় কোনও খামতি রাখতে চাইছে না তারা ৷ কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে জেলা পুলিশ প্রশাসনের তরফে ৷ সিসিটিভি ও ড্রোন ক্যামেরার মাধ্যমে চলবে নজরদারি ৷ থাকছে ওয়াচ টাওয়ার, অ্যান্টি ক্রাইম টিম ৷ এবার ভিড় যে অতিরিক্ত হবে, এমনটাই মনে করছে প্রশাসন৷
একটিও হোটেল, লজ, হোমস্টেতে তিল ধারণের জায়গা নেই ৷ চারবছর পর পূর্বপল্লির মাঠে ফিরছে ঐতিহ্যবাহী পৌষমেলা ৷ শান্তিনিকেতনকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ ঘোষণার পর প্রথমবার পৌষমেলা হচ্ছে পুরনো ঐতিহ্য মেনে ৷ তাই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মেলা প্রাঙ্গণ ও আশেপাশের এলাকা ৷ মেলার নিরাপত্তায় সিভিক ভলান্টিয়ার, পুরুষ, মহিলা-সহ প্রায় ২ হাজার পুলিশকর্মী থাকছেন ৷ প্রায় তিনশো সিসিটিভি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হয়েছে মেলা চত্ত্বর ও প্রতিটি প্রবেশদ্বার ৷১৮৬২ সালে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে আশ্রম প্রতিষ্ঠার কথা ভাবতে শুরু করেন। ভাবনার দীর্ঘদিন বাদে ১৮৯১ সালে ব্রহ্মমন্দির বা উপাসনাগৃহ প্রতিষ্ঠিত হয়। এখান থেকেই শান্তিনিকেতনের পৌষ উৎসবের সূচনা। ১৮৯৪ সালে এই উৎসবের পাশাপাশি মন্দির সংলগ্ন মাঠে শুরু হয় পৌষমেলা।
3 days ago
4 days ago
বাতিল হবে পাঁচ টাকার মোটা কয়েন? - NewszNow
বাতিল হবে পাঁচ টাকার মোটা কয়েন? NewszNow অর্থনীতি -4 days ago
আচমকা ফেলুদা না করার ঘোষণা সৃজিতের - NewszNow
আচমকা ফেলুদা না করার ঘোষণা সৃজিতের NewszNow বিনোদন -4 days ago
আম্বেদকরকে অপমান অমিত শাহর: প্রিভিলেজ মোশন দাখিল করলেন তৃণমূলের ডেরেক - NewszNow
আম্বেদকরকে অপমান অমিত শাহর: প্রিভিলেজ মোশন দাখিল করলেন তৃণমূলের ডেরেক NewszNow দ...4 days ago