পরিবহণ বিভাগে ফিরে যান

বৃহস্পতি ও শুক্রবার দেড়শোর বেশি ট্রেন বাতিল শিয়ালদা ডিভিশনে

অক্টোবর 23, 2024 | < 1 min read

সাইক্লোন ‘ডানা’র প্রভাবে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের প্রায় ১৬০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। মূলত শিয়ালদহ দক্ষিণ শাখার উপরে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ সুরক্ষার স্বার্থে এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। ২৪ অক্টোবর ২০২৪ তারিখে রাত ৮টা থেকে ২৫ অক্টোবর সকাল ১০টা পর্যন্ত শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন পরিষেবা স্থগিত থাকবে।এই ট্রেন বাতিলের ফলে দক্ষিণ শাখার যাত্রীদের যাত্রা বিঘ্নিত হবে। সাইক্লোনের তীব্রতা বিবেচনা করে রেলওয়ে কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে ট্রেনের যাত্রা ২৪ অক্টোবর রাত ৮টা থেকে পরবর্তী দিন সকাল ১০টা পর্যন্ত স্থগিত থাকবে। একইভাবে, শিয়ালদহ দক্ষিণগামী ট্রেনের যাত্রা ২৪ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে ২৫ অক্টোবর সকাল ৯টা পর্যন্ত স্থগিত করা হয়েছে। এছাড়াও, শিয়ালদহ-বারাসাত-হাসনাবাদ শাখার ট্রেন পরিষেবা ২৪ অক্টোবর রাত ৮টা থেকে ২৫ অক্টোবর সকাল ১০টা পর্যন্ত বাতিল থাকবে।এলোকাল ট্রেন বাতিলের সঙ্গে কয়েকটি দুরপাল্লার ট্রেন বাতিলেরও সিদ্ধান্ত নিয়েছে রেল। বাতিলের তালিকায় রয়েছে কলকাতা-পুরী (২৪ অক্টোবর) এবং পুরী কলকাতা (২৫ অক্টোবর), ডিব্রুগড়-কম্যাকুমারী (২৩ অক্টোবর), কন্যাকুমারী-ডিব্রুগড় (২৩ অক্টোবর) সেকান্দ্রাবাদ-মালদহ (২৪ অক্টোবর), মালদহ-সেকেন্দ্রাবাদ (২৯ অক্টোবর), পুরী-জয়নগর (২৪ অক্টোবর) এবং শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস (২৩ অক্টোবর), পাটনা-পুরী এক্সপ্রেস (২৪ অক্টোবর), শিলচর-সেকেন্দ্রবাদ (২৩ অক্টোবর), বেঙ্গালুরু-মজফফরপুর (২৪ অক্টোবর), মালদহ-দিঘা (২৪ অক্টোবর), দিঘা-মালদহ (২৪ অক্টোবর), আসানসোল-হলদিয়া এবং হলদিয়া-আসানসোল (২৪ ও ২৫ অক্টোবর) বাতিল থাকছে।

এই পদক্ষেপের ফলে প্রতিদিনের যাত্রীদের জন্য বড় ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। অনেক যাত্রী, বিশেষত কর্মস্থলে যাতায়াতকারীরা, এই ট্রেন পরিষেবার উপর নির্ভর করে থাকেন। তবে সাইক্লোনের সম্ভাব্য বিপদের কারণে যাত্রীদের সুরক্ষার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ এই কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রেলের সুপার অ্যাপেই সমস্ত পরিষেবা পাবেন যাত্রীরা
FacebookWhatsAppEmailShare
১১ দিনে তিনশোর বেশি বিমানে বোমাতঙ্ক, সমস্যায় যাত্রীরা
FacebookWhatsAppEmailShare
জোকা-বিবাদী বাগ মেট্রো, শর্ত বেঁধে কাজ শুরুর নির্দেশ সুপ্রিম কোর্টের
FacebookWhatsAppEmailShare