বাংলা বিভাগে ফিরে যান

পুজোর আগে বাতিল হাওড়া-বর্ধমান রুটের একাধিক ট্রেন

সেপ্টেম্বর 20, 2022 | 2 min read

৭ দিনের জন্য বর্ধমান-হাওড়া মেন ও কর্ড লাইনের (Howrah Barddhaman Main Line) অধিকাংশ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এর ফলে সমস্যায় পড়েছেন নিত্য যাত্রী থেকে শুরু করে সকলে।

১৯ সেপ্টেম্বর – ২৫ সেপ্টেম্বর পর্যন্ত কোন কোন ট্রেন বাতিল করা হচ্ছে?

হাওড়া-বর্ধমান শাখা (মেন লাইন): ৩৭৮৩৪, ৩৭৮৩৬, ৩৭৮৩৮, ৩৭৮৪০, ৩৭৮৪২, ৩৭৮৪৪ (SAE) এবং ৩৭৮৪৬ (SAO)।
হাওড়া-বর্ধমান শাখা (কর্ড লাইন): ৩৬৮৩৮, ৩৬৮৪০, ৩৬৮৪২ এবং ৩৬৮৪৪।

কোন কোন হাওড়া-বর্ধমান লোকাল ট্রেনের (মেইন লাইন) যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে?

৩৭৮২৫: সকাল ১০ টা ৫ মিনিটে হাওড়া থেকে ট্রেন ছাড়বে। মেমারিতে পৌঁছাবে সকাল ১১ টা ৫২ মিনিটে।
৩৭৮২৭: হাওড়া থেকে সকাল ১১ টা ২৫ মিনিটে ট্রেন ছাড়বে। দুপুর ১ টা ৭ মিনিটে মেমারিতে পৌঁছাবে।
৩৭৮২৯: বেলা ১২ টা ৩০ মিনিটে হাওড়া থেকে ট্রেন ছাড়বে। মেমারিতে পৌঁছাবে দুপুর ২ টো ১৩ মিনিটে।
৩৭৮৩১: হাওড়া থেকে দুপুর ২ টো ২০ মিনিটে ট্রেন ছাড়বে। বিকেল ৪ টে ৩ মিনিটে মেমারিতে পৌঁছাবে।
৩৭৮৩৩ (SAO): দুপুর ২ টো ৫২ মিনিটে হাওড়া থেকে ট্রেন ছাড়বে। মেমারিতে পৌঁছাবে বিকেল ৪ টে ৩৭ মিনিটে।
৩৭৮৩৫ (SAE): হাওড়া থেকে দুপুর ২ টো ৫৫ মিনিটে ট্রেন ছাড়বে। বিকেল ৪ টে ৩৭ মিনিটে মেমারিতে পৌঁছাবে।
৩৭৮৩৭: দুপুর ৩ টে ৩০ মিনিটে হাওড়া থেকে ট্রেন ছাড়বে। মেমারিতে পৌঁছাবে বিকেল ৫ টা ৮ মিনিটে।

কখন মেমারি-হাওড়া স্পেশাল ট্রেন ছাড়বে (মেইন লাইন)?

বেলা ১২ টা ৫ মিনিট।
দুপুর ১ টা ২০ মিনিট।
দুপুর ২ টো ২৫ মিনিট।
বিকেল ৪ টে ২০ মিনিট।
বিকেল ৪ টে ৫০ মিনিট।
বিকেল ৪ টে ৫০ মিনিট।
বিকেল ৫ টা ২০ মিনিট।

কোন কোন হাওড়া-মসাগ্রাম লোকাল ট্রেনের (মেইন লাইন) যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে?

৩৬৮২৫: সকাল ১১ টা ২২ মিনিটে হাওড়া থেকে ছেড়ে মসাগ্রামে পৌঁছোবে দুপুর ১ টা ৮ মিনিটে।
৩৬৮২৭: হাওড়া থেকে বেলা ১২ টা ৫ মিনিটে ছেড়ে দুপুর ১ টা ৩৫ মিনিটে মসাগ্রামে পৌঁছোবে।
৩৬৮২৯: দুপুর ১ টা ৩২ মিনিটে হাওড়া থেকে ছেড়ে মসাগ্রামে দুপুর ৩ টে ১১ মিনিটে পৌঁছোবে।
৩৬৮৩১: হাওড়া থেকে দুপুর ২ টো ৪৫ মিনিটে ছেড়ে বিকেল ৪ টে ১৫ মিনিটে মসাগ্রামে পৌঁছোবে।

কখন মসাগ্রাম-হাওড়া স্পেশাল ট্রেন ছাড়বে (কর্ড লাইন)?

দুপুর ১ টা ২০ মিনিট।
দুপুর ১ টা ৪৫ মিনিট।
দুপুর ৩ টে ২৫ মিনিট।
বিকেল ৪ টে ২৫ মিনিট।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার
FacebookWhatsAppEmailShare
বাংলায় ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই কে তিরস্কার সুপ্রিম কোর্টের
FacebookWhatsAppEmailShare
১০ দফা নির্দেশিকা-সহ স্বাস্থ্যসচিবকে চিঠি মুখ্যসচিব মনোজ পন্থের
FacebookWhatsAppEmailShare