কলকাতা বিভাগে ফিরে যান

যাদবপুরে প্রথম বর্ষের ছাত্রদের আলাদা হোস্টেল

আগস্ট 1, 2024 | < 1 min read

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেল থেকে আলাদা করা হল প্রথম বর্ষের ছাত্রাবাস। যদিও ইউজিসি-র সুপারিশ অনুযায়ী, বহু বছর ধরেই যাদবপুরকে প্রথম বর্ষের ছাত্রদের আলাদা ছাত্রাবাসে রাখার কথা বলা হয়েছিল। এক বছর আগে মেন হস্টেলে ভয়াবহ ব়্যাগিংয়ের ঘটনায় নদিয়া থেকে আসা বাংলা বিভাগের এক ছাত্রের তেতলা থেকে পড়ে মৃত্যু, গোটা দেশেই যাদবপুরের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন ছুড়ে দেয়।

তার পর থেকেই আলাদা হোস্টেল গড়ার কাজ শুরু হয়।২০২৪-এ স্নাতক স্তরে ভর্তি হওয়া নবাগতরা এখন থেকে ক্যাম্পাসের ভিতরেই থাকবেন আলাদা হোস্টেলে। ঠিক হয়েছে, নবাগতেরা দু’বছর এক হস্টেলে থাকবেন।সাম্প্রতিক ব়্যাগিং-অভিযোগের পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি পরিচ্ছন্ন করতে এই নতুন হোস্টেল খুব গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

৩০ সেপ্টেম্বর থেকে ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা
FacebookWhatsAppEmailShare
মহালয়া থেকে দশমী, বৃষ্টিতে ভাসবে বাংলা
FacebookWhatsAppEmailShare
নাগরিক সুরক্ষায় একগুচ্ছ হেল্পলাইন নম্বর চালু করল কলকাতা পুলিশ
FacebookWhatsAppEmailShare