শিক্ষা বিভাগে ফিরে যান

বাংলার পৃথক শিক্ষানীতি

সেপ্টেম্বর 10, 2023 | < 1 min read

রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের লক্ষ্যে প্রকাশিত হলো গেজেট বিজ্ঞপ্তি। ১৭৮ পাতার এই নির্দেশিকা ২০৩৫ সালের মধ্যে শিক্ষাব্যবস্থায় আমূল বদল ঘটানোর লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে।

কিন্তু এখানে উল্লেখ্য যে জাতীয় শিক্ষানীতিকে একেবারে ছুঁড়ে ফেলে দেওয়া হয়নি বাংলার সরকারের তরফে। কেন্দ্রের কিছু প্রস্তাব যেমন গ্রহণ করা হয়েছে, তেমনই নিজেদের কিছু প্রস্তাবিত পদক্ষেপ সংযুক্ত করা হয়েছে গেজেটে।

বাংলার শিক্ষানীতি:

  • এক বছরের প্রি-প্রাইমারি ক্লাস এবং চার বছরের প্রাথমিকের ক্লাসের কথা।
  • ক্লাস ৫ থেকে ৮-এর কথা লেখা হয়েছে, এবং অষ্টম শ্রেণী থেকে ধাপে ধাপে সেমেস্টার পদ্ধতি শুরু করার কথা বলা হয়েছে।
  • ৯-১০-এর শেষে করা হবে মাধ্যমিক, ও একাদশ ও দ্বাদশ শ্রেণীতে শুরু করা হবে সেমেস্টার পদ্ধতি।
  • ২০২৪ সালে যে সব পড়ুয়া একাদশ শ্রেণিতে ভর্তি হবে, তারা এই নিয়মের আওতায় পড়বে।
  • দ্বাদশ শ্রেণীর প্রথম সেমেস্টার করা হবে অবজেকটিভ এমসিকিউ পদ্ধতিতে ও পড়ুয়ারা পাশ করে গেলে হবে গ্র্যাজুয়েশন সেরেমনি।
  • বাংলা এবং ইংরেজি পড়তে হবে পড়ুয়াদের।
  • তৃতীয় ভাষা হিসাবে বাংলা, হিন্দি এবং সংস্কৃতকে গুরুত্ব দেওয়া হবে।
  • মেমোরি চিপ লাগানো আইডি কার্ড দেওয়া হবে পড়ুয়াদের।
FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

পুজোর আগেই রাজ্যে নিয়োগ করা হবে ১৪,০৫২ জন শিক্ষককে
FacebookWhatsAppEmailShare
উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করল এসএসসি
FacebookWhatsAppEmailShare
উচ্চ প্রাথমিকে হবে ১৪ হাজার নিয়োগ, জট কাটলো আদালতের নির্দেশের
FacebookWhatsAppEmailShare