দেশ বিভাগে ফিরে যান

‘নতুন সংবিধান’ থেকে বাদ দুটি শব্দ

সেপ্টেম্বর 20, 2023 | < 1 min read

Image – The Wall

গতকাল থেকে নতুন সংসদ ভবনে বসছে বিষয়ে অধিবেশন। নতুন সংসদ ভবনে প্রবেশের সময় সকল সাংসদদের উপহার দেওয়া হয়েছে দেশের ‘নতুন সংবিধান’ এর কপি। কিন্তু গন্ডগোল সেই কপিতেই।

জানা গেছে ‘নতুন’ সংবিধানের মুখবন্ধ (Indian Constitution Preamble) থেকে ‘ধর্মনিরপেক্ষ’ এবং ‘সমাজতন্ত্র’ শব্দ দু’টি বাদ দেওয়া হয়েছে, যা অত্যন্ত চিন্তার বিষয়। লোকসভায় ওই প্রসঙ্গ উত্থাপন করেছেন কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরীর। সংবিধানের ইংরেজি কপিতে ‘সেক্যুলার’ এবং ‘সোশালিস্ট’ শব্দ দু’টি বাদ দেওয়া হয়েছে।

অত্যন্ত চতুরতার সাথে এভাবে সংবিধান বদলে দিলে তা বেশ চিন্তার বিষয় বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে, এই নিয়ে এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিজেপি শাসিত ত্রিপুরায় বন্ধ ঐতিহ্যশালী দুর্গাপুজো, উৎসবে ফিরতে নারাজ উদ্যোক্তারা
FacebookWhatsAppEmailShare
নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
বৈবাহিক ধর্ষণকে অপরাধের আওতায় আনার প্রয়োজন নেই, সুপ্রিম কোর্টে বলল নরেন্দ্র মোদির সরকার
FacebookWhatsAppEmailShare