দেশ বিভাগে ফিরে যান

আদানি-হিন্ডেনবার্গ কাণ্ড: রিপোর্ট পেশ

জুলাই 10, 2023 | < 1 min read

আদানি-হিন্ডেনবার্গ কাণ্ডে বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট পেশ করল সেবি।

রিপোর্টে জানানো হয়েছে, সুরক্ষা সংক্রান্ত আইন লঙ্ঘন করলে বাজারে যাতে অত্যধিক নেতিবাচক প্রভাব না পড়ে, সেজন্য দ্রুত ব্যবস্থা করতে হবে।

পাশাপাশি যাবতীয় বিষয় মীমাংসার জন্য একটি শক্তিশালী নীতি প্রণয়নের সুপারিশ করেছে বিশেষজ্ঞ কমিটি। কমিটি জানিয়েছে, যে সংস্থা নিয়ম লঙ্ঘন করেছে, তাদেরই যাতে যাবতীয় আর্থিক বোঝা বইতে হয়, তা ওই নিয়মে নিশ্চিত করতে হবে। যে রিপোর্টের ভিত্তিতে সুপ্রিম কোর্টে যাতে ‘উপযুক্ত নির্দেশ’ দেয়, সেই আর্জি জানিয়েছে বাজার নিয়ন্ত্রক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি)।

আগামীকাল (মঙ্গলবার) শীর্ষ আদালতে মামলার শুনানি হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারির শেষেহিন্ডেনবার্গ রিসার্চ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেল কোম্পানির মাধ্যমে শেয়ারের মূল্যে ম্যানিপুলেশন, কর্পোরেট অব্যবস্থাপনার মতো বিভিন্ন অভিযোগ এনেছিল। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে আদানি গ্রুপ। কিন্তু, রিপোর্ট প্রকাশের পর কার্যত ধস নামে আদানি গ্রুপের শেয়ারগুলিতে।

আদানি গ্রুপের চেয়ারম্যান জানান, একদিনের সবচেয়ে বড় ক্ষতির রেকর্ড হয়েছে চলতি বছরের ২৭ জানুয়ারি। প্রায় ২০.৮ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে ওই দিন।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

‘এক দেশ, এক নির্বাচন’-এর পথে রয়েছে কী কী ‘কাঁটা’?
FacebookWhatsAppEmailShare
হ্যাক হল সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল
FacebookWhatsAppEmailShare
নভেম্বরেই আইপিএল নিলাম
FacebookWhatsAppEmailShare