বাংলা বিভাগে ফিরে যান

উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত পড়ুয়াদের মেট্রো সফরে ছাড় দেবে মেট্রো

মার্চ 23, 2023 | < 1 min read

স্কুল পড়ুয়াদের মেট্রো (Metro) কার্ডে ছাড় দেওয়া হয়। কিন্তু এবার সেই ছাড় দেওয়া হবে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত। উচ্চমাধ্যমিক (Higher-secondary) স্তর পর্যন্ত সরকারি স্কুল ও সরকার-স্বীকৃত বোর্ড বা পর্ষদের অধীনে থাকা শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের জন্য এই বিশেষ স্মার্ট কার্ডে (Smart Card) ছাড়ের ব্যবস্থা এনেছে মেট্রো কর্তৃপক্ষ।

সাধারণত, ভাড়ার উপরে ৬০ শতাংশ (60%) পর্যন্ত ছাড় দেওয়া হয় পড়ুয়াদের। ৪০টি এবং ৮০টি সফরের সুবিধাযুক্ত দু’ধরনের স্মার্ট কার্ড পড়ুয়াদের দেওয়া হচ্ছে।

চলতি বছরে এখনও পর্যন্ত কলকাতার (Kolkata) ১২০টি শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা এই সুবিধার আওতায় এসেছে। আইটিআই (ITI) পড়ুয়ারাও এই সুবিধা পান।

স্কুল (School) বা শিক্ষা প্রতিষ্ঠানের তরফে আবেদন করা হলে মেট্রো কর্তৃপক্ষ প্রয়োজনীয় নথি খতিয়ে দেখে নির্দিষ্ট স্কুলের নাম ওই ব্যবস্থার আওতায় নথিভুক্ত করেন। তারপর সংশ্লিষ্ট স্কুলকে ওই ছাড়ের জন্য বিশেষ ফর্মের বই দেওয়া হয়। পড়ুয়ারা সেই ফর্ম পূরণ করে স্কুল থেকে অনুমোদন করিয়ে স্টেশন মাস্টারের কাছে গেলেই বিশেষ স্মার্ট কার্ড দেওয়া হয়।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দশমীর দিনে কেন ওড়ানো হতো নীলকণ্ঠ পাখি?
FacebookWhatsAppEmailShare
দশমীর দিন শুক্ত, মাছ, ভাত খাইয়ে মা দুর্গাকে বরণ করা হয় রানাঘাটের ঘোষবাড়িতে
FacebookWhatsAppEmailShare
নবমীর রাতে আগমনী শুনিয়ে দেবী দুর্গাকে জাগিয়ে রাখতে হয়
FacebookWhatsAppEmailShare