দেশ বিভাগে ফিরে যান

মোদি জমানায় সুরক্ষিত নন এসসি এবং এসটিরা

সেপ্টেম্বর 22, 2024 | < 1 min read

দেওয়া হয়েছিল গাল ভরা প্রতিশ্রুতি। অথচ মোদির জমানাতেই সবচেয়ে অসুরক্ষিত এসসি এবং এসটিরা। তফসিলি জাতি ও উপজাতিদের ওপর অত্যাচার ক্রমশ বৃদ্ধি পেয়েছে মোদি জমানাতেই। এমনটাই বলছে কেন্দ্রের রিপোর্ট।দিন কয়েক আগে রেল বোর্ডের চেয়ারম্যান পদেও তফসিলি জাতিভুক্ত আধিকারিককে নিয়োগ করা হয়েছে। যা মন্ত্রকের ইতিহাসে আগে কখনও হয়নি। কিন্তু এরপরেও কেন্দ্রীয় সরকারি পরিসংখানি বলছে, মোদি জমানায় সবচেয়ে অসুরক্ষিত তফসিলি জাতি এবং উপজাতিভুক্তরা।

বিশেষ করে দ্বিতীয় মোদি জমানার প্রথম ৪ মাত্রাছাড়া হারে বৃদ্ধি পেয়েছে তফসিলি জাতি এবং উপজাতিভুক্ত মানুষের উপর অত্যাচারের ঘটনা। এসসি সম্প্রদায়ের আক্রান্তের সংখ্যা- ২০১৯ সালে ৪৫ হাজার ৯৬১, ২০২০-তে ৫০ হাজার ২৯১, ২০২১-এ ৫০ হাজার ৯০০, ২০২২-এ ৫৭ হাজার ৫৮২। এসটি সম্প্রদায়ের আক্রান্তের সংখ্যা, ২০১৯ সালে ৭ হাজার ৫৭০, ২০২০-তে ৮ হাজার ২৭২, ২০২১-এ ৮ হাজার ৮০২, ২০২২-এ ১০ হাজার ০৬৪।আরও উদ্বেগজনক হল, শেষ বছরেই এক্ষেত্রে দেশের মধ্যে শীর্ষ তিনটি রাজ্যই বিজেপি শাসিত। উত্তরপ্রদেশ, রাজস্থান এবং মধ্যপ্রদেশ। আর সামাজিক ন্যায়বিচার মন্ত্রকের ওই পরিসংখ্যানই বলছে, উল্লিখিত চার বছরে বাংলায় এসসিদের উপর এহেন ঘটনা ক্রমশ কমেছে। ২০১৯ সালে যে সংখ্যা ছিল ১৪৫টি, বর্তমানে তা কমে হয়েছে ১০৪।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বুথ ফেরত সমীক্ষায় দুই রাজ্যেই বিজেপির ভরাডুবি
FacebookWhatsAppEmailShare
মোদি-শাহের রাজ্যে গণধর্ষণের শিকার কিশোরী,কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ
FacebookWhatsAppEmailShare
টি-২০ বিশ্বকাপে আজ ভারত-পাকিস্তান দ্বৈরথ
FacebookWhatsAppEmailShare