বাংলা বিভাগে ফিরে যান

ইন্ডিয়ান রেসিং ফেস্টিভ্যালে কলকাতার দল কিনলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

জুলাই 12, 2024 | < 1 min read

মোটরস্পোর্ট ইভেন্ট ইন্ডিয়ান রেসিং ফেস্টিভ্যাল, যা ভারতে তাদের তৃতীয় মরশুমের জন্য প্রস্তুত হচ্ছে তার সঙ্গে যুক্ত হল প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম। প্রাক্তন ভারত অধিনায়ক কলকাতা রয়্যাল টাইগার্স নামে রেসিং দল কিনেছেন।কলকাতা রেসিং টিম কেনার পর সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘ইন্ডিয়ান রেসিং ফেস্টিভ্যালে কলকাতার একটা নতুন সফর হচ্ছে। তার সঙ্গে যুক্ত হতে পেরে আমি রোমাঞ্চিত।

মোটরস্পোর্টসের প্রতি আমার বরাবরই আকর্ষণ রয়েছে। আশা করি এই খেলার প্রতি বহু মানুষের আকর্ষণ বাড়বে। কলকাতা রয়্যাল টাইগার্স ইন্ডিয়ান রেসিং টিমের হয়ে আমরা নতুন প্রজন্মকে মোটরস্পোর্টসের প্রতি আগ্রহী করতে পারি।’এ বছর মোট আটটি টিম ইন্ডিয়ান রেসিং ফেস্টিভ্যালে অংশ নিচ্ছে। এই টিমগুলো হল — কলকাতা, হায়দরাবাদ বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, গোয়া, কোচি ও আহমেদাবাদ। এ বছরের অগস্ট থেকে নভেম্বর অবধি চলবে এই ইভেন্ট।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

তিলোত্তমার ময়নাতদন্তে ত্রুটি নেই, জানালো এইমস
FacebookWhatsAppEmailShare
জুনিয়র ডাক্তাররা দিল্লি গিয়ে প্রতিবাদের হুঁশিয়ারি দিলেন! ক্ষোভ সিবিআই-এর প্রতি
FacebookWhatsAppEmailShare
গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে সুকান্ত-শুভেন্দুকে সতর্ক করলেন অমিত শাহ
FacebookWhatsAppEmailShare