বাংলা বিভাগে ফিরে যান

লক্ষ্মী দেবীর সঙ্গেই আরাধনা সরস্বতীর, কিন্তু কেন এমন রীতি?

অক্টোবর 16, 2024 | < 1 min read

আশ্বিনের এই সময়েই লক্ষ্মী আর সরস্বতীর পুজো হয়ে আসছে বিনপুর ২ ব্লকের হাড়দা গ্রামে। বংশপরম্পরায় পূর্বপুরুষের শুরু হওয়া পুজো আজও ঐতিহ্যের সঙ্গে অটুট রয়েছে ৷ ধনদেবী লক্ষ্মীর সঙ্গে জ্ঞানের দেবী সরস্বতীরও আরাধনা হবে। একইসঙ্গে লক্ষ্মী-সরস্বতীর আরাধনা হয়ে আসছে ১৬২ বছর ধরে। বিনপুর ২ নম্বর ব্লকের হাড়দা গ্রামে সাহা ও মণ্ডল পরিবারের উদ্যোগে এই পুজো হয়ে থাকে। কেবলমাত্র পুজো বললে ভুল বলা হবে, দুর্গাপুজোর থেকেও বেশি আনন্দই মেতে উঠেন এই গ্রামের মানুষরা। ৫ দিন ধরে চলে পুজো আর পুজোকে কেন্দ্র করে ৭ দিন ধরে আয়োজন করা হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের ৷

ঝাড়গ্রাম জেলার বিনপুরের হাড়দা গ্রামে লক্ষ্মী ও সরস্বতীর সঙ্গে থাকেন দু’জন সেবাদাসিও। তাঁদের উপরে থাকেন ‘লুক-লুকানি’। এ ছাড়াও লক্ষ্মী ও সরস্বতীর মাথার উপরে থাকেন নারায়ণ। পাশাপাশি আরও বিশেষত্ব রয়েছে এখানকার জিলাপি। ২৫০ থেকে ৩০০ কুইন্টালেরও বেশি জিলিপি বিক্রি হয় এই লক্ষ্মীপুজোয় । পুজো কমিটির সম্পাদক ভুবন মণ্ডল বলেন, “বিষ্ণুপুরাণ মতে নারায়ণের দুই স্ত্রী রয়েছে লক্ষ্মী ও সরস্বতী তাই আমরা একজনকে ছেড়ে কীভাবে আরেকজনের পুজো করতে পারি। সেজন্যই আমাদের পূর্বপুরুষের শুরু করা লক্ষ্মী-সরস্বতীকে একসঙ্গে পুজো করে চলেছি। “

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

লক্ষ্মী পুজোয় ফল, সবজির দামে মধ্যবিত্তের হাতে ছ্যাঁকা লাগার জোগাড়
FacebookWhatsAppEmailShare
শিয়রে ভোট, দীপাবলির আগেই বাংলায় আসছেন শাহ
FacebookWhatsAppEmailShare
‘কমিশন-বিজেপির সেটিং হয়েছে, বললেন ডেরেক ও ব্রায়েন
FacebookWhatsAppEmailShare