লোক ঠকানো রোজগার মেলা?
বছরে দু’কোটি করে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু সেই লক্ষ্যে শুরু হওয়া রোজগার মেলা কি পুরোটাই ভাওতা?
গত বছর অক্টোবরে ১০ লক্ষ সরকারি চাকরি তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী। সেই লক্ষ্যেই শুরু হয়েছিল রোজগার মেলা, যার কাজ ছিল কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগের প্রচার করা। কিন্তু দেখা যাচ্ছে যে এখানে নতুন চাকরি প্রায় তৈরি হচ্ছেইনা।
যা হচ্ছে তার বেশিরভাগই সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে বর্তমানে চাকুরীরত মানুষের পদোন্নতি। যে নতুন চাকরি হচ্ছে, তা আগের একজনের ছেড়ে যাওয়া পদ ভরানো মাত্র। মোট কথা, হচ্ছেনা কোনো নতুন চাকরি তৈরি। তাই এই পুরো মেলা করে চাকরির নামে ভাওতার পর্দাফাস চাইছে বিশেষজ্ঞমহল।