খেলাধুলা বিভাগে ফিরে যান

বিদায় রোনাল্ডো, ইংল্যান্ডের প্রস্থান

ডিসেম্বর 11, 2022 | < 1 min read

আগেরদিন আর্জেন্টিনা সম্মন্ধে নেদারল্যান্ডসের কোচ ভ্যান গালের কুরুচিকর মন্তব্যের প্রতিক্রিয়ায় ম্যাচ জেতার পর মেসি তাকে চুপ করে বসে থাকার নিদান দেন। কিন্তু গতকাল, তাঁর সমকক্ষ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চোখের জলে ভাসলো মাঠ। মরক্কোর হাকিমি নাচলেন মায়ের হাত ধরে।

প্রথম থেকে সিআর৭কে খেলতে নামাননি পর্তুগালের কোচ স্যান্টস। ৪২ মিনিটের মাথায় আল-নাসিরির গোলে প্রথমার্ধেই ১ গোলে এগিয়ে যায় আফ্রিকান দেশটি। সারা ম্যাচে ৭৬% বল পজেশন রাখলেও ইয়াসির বুনুর প্রাচীর ভেদ করতে ব্যর্থ হয়েছেন পর্তুগালের স্ট্রাইকাররা।

রোনাল্ডোর বিদায় বিশ্বকাপ থেকে। লাল-সবুজ ৭ নম্বর জার্সিকে আর আন্তর্জাতিক ফুটবলের ময়দানে দেখা যাবে কি না, জানেনা কেউই। এক স্বপ্ন শেষের দিকে, আরেকদিকে নতুন এক সম্ভাবনার জন্ম হাকিমি-নাসিরি-বুনুদের মধ্যে দিয়ে।

দ্বিতীয় ম্যাচ ছিল হাই-ভোল্টেজ। ইংল্যান্ড বনাম ফ্রান্স। গতবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে ‘ইটস কামিং হোম’ ব্রিগেড। একদিকে হ্যারি কেন – হ্যারি ম্যাগওয়‍্যার, অন্যদিকে এমবাপে – গ্রিজম্যান – দেমবেলে। ১৭ মিনিটে চুয়ামেনির গোল ফ্রান্সকে এগিয়ে দিলো ফাউলের জেরে ৫৪ মিনিটে পাওয়া হ্যারি কেনের পেনাল্টি সমতা ফেরায় ইংল্যান্ডের জন্য।

চূড়ান্ত গতিতে চলতে থাকে ম্যাচ। কেউ কাউকে বিনা যুদ্ধে সুচার্গ মেদিনী ছাড়তেও অস্বীকার করেছেন। ৭৮ মিনিটে জিরুর গোল ২-১ গোলে এগিয়ে দেয় বিশ্ব চ্যাম্পিয়নদের।

আগামী বুধবার সেমিফাইনালে মুখোমুখি হবে মরক্কো ও ফ্রান্স।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

নভেম্বরেই আইপিএল নিলাম
FacebookWhatsAppEmailShare
বাংলাদেশ টেস্টে প্রথম একাদশে কে, ইঙ্গিত রোহিতের
FacebookWhatsAppEmailShare
কীভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারে ভারত?
FacebookWhatsAppEmailShare