দেশ বিভাগে ফিরে যান

চলে গেলেন আমূল গার্লের স্রষ্টা

জুন 21, 2023 | < 1 min read

গোটা দেশের কাছে পরিচিত মুখ আমুল গার্ল। গত ছয় দশক ধরে দেশের সামাজিক,অর্থনৈতিক, রাজনৈতিক হোক বা ক্রীড়াজগৎ- প্রতিটি বিষয়ের উপরেই সময়ানুযায়ী বিজ্ঞাপনে ভেসে উঠেছে আমুল-গার্লের মুখ। আর সেই ‘আটারলি বাটারলি’ আমুল গার্লের স্রষ্টা সিলভেস্টার ডা’কুনহা মঙ্গলবার মুম্বইতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

১৯৬৬ সালে দেশে সফেদ বিপ্লবের জনক ভার্গিস কুরিয়েনের হাত ধরেই শুরু হয়েছিল আমুলের পথ চলা। আর তখন থেকেই সাধারণ মানুষের কাছে দুগ্ধজাত পণ্য উ‍ৎপাদক সংস্থাকে পরিচিত করার জন্য বিজ্ঞাপন জগতের কিংবদন্তী সিলভেস্টার ডা’কুনহাকে দায়িত্ব দিয়েছিলেন ভার্গিস কুরিয়েন।

দায়িত্ব পাবার পরেই মাথায় ঝুঁটি বাঁধা, লাল-সাদা ফ্রক পড়া এক দুষ্টু-মিষ্টি মেয়েকে আমুল গার্ল হিসেবে হাজির করেন সিলভেস্টার। আটারলি-বাটারলি গার্লের জনপ্রিয়তা এমন জায়গায় পৌঁছায় যে আমুলের পরিচালন সমিতিতে বার বার বদল ঘটলেও আমুল গার্লের কোনও বদল হয়নি।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মমতার দাবির পরই বড় সিদ্ধান্ত কেন্দ্রের,স্বাস্থ্য ও জীবন বিমায় উঠে যাচ্ছে জিএসটি
FacebookWhatsAppEmailShare
বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare