শিক্ষা বিভাগে ফিরে যান

পুনর্মূল্যায়নের সুযোগ আইএসসি, আইসিএসই-তে

জুন 2, 2024 | < 1 min read

আইসিএসই এবং আইএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে গত ৬ মে। যে পরীক্ষার্থীরা তাদের প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট হতে পারেনি, তারা আবেদন করেছিল যে, তাদের উত্তরপত্রে ঠিক মতো নম্বর বসানো হয়েছে কি না, তা যেন দেখা হয়।

সেই আবেদনের ফল বেরোবে আগামী ৩ জুন বেলা ১১টায়। পরীক্ষার্থীরা ফল দেখতে পাবে সিআইএসসিই বোর্ডের ওয়েবসাইট https://www. cisce.org -তে। বোর্ড জানিয়েছে, আইসিএসই এবং আইএসসি, দু’টি পরীক্ষার ক্ষেত্রেই এক-একটি বিষয়ে পুনর্মূল্যায়নের জন্য খরচ পড়বে ১৫০০ টাকা। উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে হবে ৩ জুন বেলা ১১টা থেকে ৫ জুনের মধ্যে।

পুনর্মূল্যায়নের ফল বেরোবে ৫ জুন থেকে তিন সপ্তাহের মধ্যে। পুনর্মূল্যায়নে প্রাপ্ত নম্বরেও কোনও পরীক্ষার্থী সন্তুষ্ট হতে না পারলে তাকে ‘ইমপ্রুভমেন্ট টেস্ট’ দেওয়ার সুযোগও দিচ্ছে সিআইএসসিই বোর্ড। আইসিএসই এবং আইএসসি, দু’ক্ষেত্রেই এক জন পরীক্ষার্থী সর্বাধিক দু’টি বিষয়ে ওই পরীক্ষা দিতে পারবে। ৫ জুন থেকে ১১ জুনের মধ্যে ইমপ্রুভমেন্ট টেস্টের জন্য আবেদন জানাতে হবে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

পুজোর আগেই রাজ্যে নিয়োগ করা হবে ১৪,০৫২ জন শিক্ষককে
FacebookWhatsAppEmailShare
উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করল এসএসসি
FacebookWhatsAppEmailShare
উচ্চ প্রাথমিকে হবে ১৪ হাজার নিয়োগ, জট কাটলো আদালতের নির্দেশের
FacebookWhatsAppEmailShare