অবসর নিলেন রবিচন্দ্রন অশ্বিন, অস্ট্রেলিয়া সিরিজের মাঝেই সিদ্ধান্ত জানালেন তারকা স্পিনার
ডিসেম্বর 18, 2024 < 1 min read
ব্রিসবেন টেস্টের শেষ দিনে বৃষ্টির বিরতির মাঝে ভারতের সাজঘরের ছোট একটি ঘটনা নিয়ে মুহূর্তে চর্চা শুরু হয়ে গিয়েছিল। ভারতীয় সমর্থকদের মনে তখনই উদয় হয় নতুন এক আশঙ্কার।গাব্বায় বৃষ্টির জন্য পঞ্চম দিনের চায়ের বিরতির পরে তড়িঘড়ি খেলা শুরু করা সম্ভব হয়নি। সেই সময় সাজঘরে বিরাট কোহলির পাশে বসে অশ্বিনকে অত্যন্ত গম্ভীরভাবে আলোচনা করতে দেখা যায়। আলোচনার মাঝেই বিরাট একবার আবেগের সঙ্গে জড়িয়ে ধরেন অশ্বিনকে।
এমন ছবি দেখেই জল্পনা শুরু হয়ে যায় যে, তবে কি অবসর নেওয়ার কথা ভাবছেন অশ্বিন? শেষমেশ সেই সম্ভাবনাই সত্যি হয়।ব্রিসবেনে খেলা শেষে অধিনায়ক রোহিতের সঙ্গে সাংবাদিক বৈঠকে যান অশ্বিন। তিনি বলেন, “আমার এখানে আসার কথা ছিল না। কিন্তু একটা কথা সকলকে জানানোর জন্য এসেছি। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই আমার শেষ দিন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি।”ভারতের হয়ে ১০৫টি টেস্টে ৫৩৭টি উইকেট নিয়েছেন তিনি। এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন ৩৭ বার। পাশাপাশি ৩৪৭৪ রানও করেছেন তিনি। রয়েছে ৬টি শতরান ও ১৪টি অর্ধশতরান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও সর্বাধিক উইকেট তাঁর দখলে।
3 days ago
3 days ago
বাতিল হবে পাঁচ টাকার মোটা কয়েন? - NewszNow
বাতিল হবে পাঁচ টাকার মোটা কয়েন? NewszNow অর্থনীতি -3 days ago
আচমকা ফেলুদা না করার ঘোষণা সৃজিতের - NewszNow
আচমকা ফেলুদা না করার ঘোষণা সৃজিতের NewszNow বিনোদন -3 days ago
আম্বেদকরকে অপমান অমিত শাহর: প্রিভিলেজ মোশন দাখিল করলেন তৃণমূলের ডেরেক - NewszNow
আম্বেদকরকে অপমান অমিত শাহর: প্রিভিলেজ মোশন দাখিল করলেন তৃণমূলের ডেরেক NewszNow দ...3 days ago