অর্থনীতি বিভাগে ফিরে যান

মে মাসে খুচরো মুদ্রাস্ফীতি ৭.০৪%

জুন 15, 2022 | < 1 min read

এপ্রিল মাসে ভারতের খুচরো মুদ্রাস্ফীতি ছিল ৭.৭৯ শতাংশ,যা গত ৮ বছরের মধ্যে সর্বোচ্চ। সেই তুলনায় মে মাসে তা সামান্য কমে হয়েছে ৭.০৪ শতাংশ। মে মাসে খাদ্য ও পানীয়ের মূল্যবৃদ্ধি কমে ৭.৯৭% হয়েছে, যা গত এপ্রিলে ছিল ৮.৩১%।


এপ্রিলে গ্রামীণ এলাকায় মূল্যবৃদ্ধি ছিল ৮.৩৮%, এমাসে তা ৭.০১ শতাংশে নেমে এসেছে।
শহরের মুদ্রাস্ফীতি ৭.০৮ শতাংশে নেমে এসেছে। এই নিয়ে টানা ৫ মাস ধরে RBIএর ৬%-এর ঊর্ধ্বসীমা লঙ্ঘন করলো এই পরিসংখ্যান।


জ্বালানির শুল্ক হ্রাসের কারণে এপ্রিলের তুলনায় এই হার কিছুটা কমেছে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের ফলে জ্বালানি থেকে শুরু করে খাবার- সবকিছুরই দাম বেড়েছে। বিশ্লেষকরদের মতে, জ্বালানির শুল্ক কমানো ও খাদ্য রফতানিতে নিষেধাজ্ঞার মতো ব্যবস্থায় কোন সুরাহা হয় না। দামের ওপর প্রভাব পড়তে সময় লাগে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

আরও দেড় লক্ষ মানুষ বার্ধক্য ভাতার আওতায়, রাজ্যের খরচ ১২৬ কোটি
FacebookWhatsAppEmailShare
একগুচ্ছ ওষুধের দাম বাড়ল ৫০ শতাংশ! ৫০%, ‘জনস্বার্থে সিদ্ধান্ত’ বলল কেন্দ্র
FacebookWhatsAppEmailShare
বিশ্ব ক্ষুধা সূচকে ১২৭ দেশের মধ্যে ভারতের স্থান ১০৫,এগিয়ে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কাও
FacebookWhatsAppEmailShare