অর্থনীতি বিভাগে ফিরে যান

গত পঁচিশ মাসে সর্বনিম্ন খুচরো মূল্যবৃদ্ধির হার

জুন 13, 2023 | < 1 min read

নতুন আর্থিক বছরের শুরুতেই কমেছিল খুচরো মুদ্রাস্ফীতির হার। মে মাসে তা আরও কমে খুচরো মূল্যবৃদ্ধির হার ৪.২৫ শতাংশে নেমে এসেছে। যা গত পঁচিশ মাসের নিরিখে সর্বনিম্ন। উল্লেখ্য, এপ্রিলে খুচরো মূল্যবৃদ্ধির হার ছিল ৪.৭০%। বিশেষজ্ঞদের ধারণা, এর প্রভাবে মধ্যবিত্তের হেঁশেলে ফুটবে হাসি।

গত দু’বছরে লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে ভুগতে হয়েছে আমজনতাকে। গত ফেব্রুয়ারি মাসে প্রথমবার নিম্নগামী হয় খুচরো মূল্যবৃদ্ধির হার। যা অব্যাহত থাকে মার্চ এবং এপ্রিল মাসেও। এর ফলে খুচরো মুদ্রাস্ফীতি আরবিআইয়ের মধ্য মাত্রা ৪ শতাংশের আরও কাছে পৌঁছল। খুচরো মূল্যবৃদ্ধির হার কমায় কমেছে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হারও। বর্তমান পরিস্থিতিতে মুদ্রাস্ফীতির নিম্নমুখী হার বজায় থাকলে কমতে পারে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রেপো রেটও।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মমতার দাবির পরই বড় সিদ্ধান্ত কেন্দ্রের,স্বাস্থ্য ও জীবন বিমায় উঠে যাচ্ছে জিএসটি
FacebookWhatsAppEmailShare
আরও দেড় লক্ষ মানুষ বার্ধক্য ভাতার আওতায়, রাজ্যের খরচ ১২৬ কোটি
FacebookWhatsAppEmailShare
একগুচ্ছ ওষুধের দাম বাড়ল ৫০ শতাংশ! ৫০%, ‘জনস্বার্থে সিদ্ধান্ত’ বলল কেন্দ্র
FacebookWhatsAppEmailShare