কলকাতা বিভাগে ফিরে যান

এবার সাহেবপাড়ায় ‘আমি বাঙালি’

মার্চ 20, 2023 | < 1 min read

কাঁসার থালার উপরে সবুজ কলাপাতায় সাজানো ধোঁয়া ওঠা সাদা ভাত, সোনামুগ ডাল, ঝুরো আলু ভাজা, সোনালি মাছের ঝোল আর সঙ্গে কচুপাতা চিংড়ি।
দেখলে জিভের জল সামলে রাখা কঠিন।
এমনই সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করা হচ্ছে পার্কস্ট্রিট চত্বরের মারকুইস স্ট্রিট ক্রসিংয়ের ‘আমি বাঙালি’ রেস্তোরাঁয়।
কচুপাতা চিংড়ি, চিকেন ডাকবাংলো, লেবু লঙ্কা মুরগি, চিতল মাছের মুইঠা, শুঁটকি মাছের ভরতা কিংবা কচি পাঁঠার মাংস, পার্কস্ট্রিট চত্বরে অন্যান্য বাঙালি রেস্তোরা থাকলেও ‘আমি বাঙালি’র এই জিভে জল আনা পদগুলির দাম সেখানকার থেকে অনেকটাই কম।
আর জমিয়ে ভুরিভোজের জন্য বসার জায়গাও বেশ বড়।
সামনেই বাংলা নববর্ষ, তাহলে আর দেরি না করে আপনার বাকেট লিস্টে add করে নিতেই পারেন এই রেস্তোরাঁটি।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

অভয়ার বিচার চাওয়া প্রতিবাদীর অ্যাকাউন্টে ১.৭ কোটি, ঠিকানা আর জি কর হস্টেল
FacebookWhatsAppEmailShare
দুর্গাপুজোয় বই বিক্রিতেও আবারো শূন্য সিপিএম
FacebookWhatsAppEmailShare
শিয়ালদহ ESI হাসপাতালে আগুন
FacebookWhatsAppEmailShare