দেশ বিভাগে ফিরে যান

আদানির পতন অবশ্যম্ভাবী: ব্যাঙ্কগুলির কাছে তথ্য চাইলো রিজার্ভ ব্যাঙ্ক

ফেব্রুয়ারি 4, 2023 | < 1 min read

করফাঁকি থেকে কারচুপি, এমনকি জালিয়াতির অভিযোগও উঠেছে হিন্ডেনবার্গের রিপোর্টে। গত কয়েকদিন ধরে এই নিয়ে পরিস্থিতি উত্তাল। সেই আবহে আরও বিপাকে পড়তে পারে আদানি গোষ্ঠী।

তাদের গতিবিধি এ বার খতিয়ে দেখতে নামল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আদানি গোষ্ঠীকে কে, কত টাকা ঋণ দিয়েছে, তা নিয়ে ব্যাঙ্কগুলির কাছ থেকে বিশদ তথ্য চেয়ে পাঠাল রিজার্ভ ব্যাঙ্ক।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশের শীর্ষস্থানীয় একাধিক ব্যাঙ্কের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছে রিজার্ভ ব্যাঙ্ক, আদানি গোষ্ঠীকে ঋণ দেওয়ার রেকর্ড রয়েছে যাদের। কবে ঋণ দেওয়া হয়েছিল, কত টাকা ঋণ দেওয়া হয়েছিল, তার কিস্তি নিয়মিত জমা পড়েছে কিনা, কত টাকার ঋণ আনাদায়ী অবস্থায় পড়ে রয়েছে, এই সংক্রান্ত বিশদ তথ্য জানাতে বলা হয়েছে।

সিএলএসএর তথ্য অনুয়ায়ী, গত ৩-৪ বছরে আদানি গোষ্ঠীর পাঁচটি সংস্থার ঋণের পরিমাণ ১ লক্ষ কোটি থেকে বেড়ে ২ লক্ষ কোটি হয়েছে। এর মধ্যে, বিভিন্ন ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণের পরিমাণ ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকার মতো ছিল ২০২২ সালে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

‘এক দেশ, এক নির্বাচন’-এর পথে রয়েছে কী কী ‘কাঁটা’?
FacebookWhatsAppEmailShare
হ্যাক হল সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল
FacebookWhatsAppEmailShare
নভেম্বরেই আইপিএল নিলাম
FacebookWhatsAppEmailShare