মেডিক্যাল কাউন্সিল থেকে শান্তনুকে সরানোর আর্জি
নভেম্বর 21, 2024 < 1 min read
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের পদ থেকে তৃণমূল নেতা শান্তনু সেনের অপসারণ চেয়ে রাজ্যের স্বাস্থ্যসচিবকে চিঠি লিখলেন তৃণমূলের বিধায়ক ডাঃ সুদীপ্ত রায়। কাউন্সিলে রাজ্য সরকারের মনোনীত সদস্য ডাঃ সেন, যার বদলে অন্য কাউকে সদস্য করার আর্জি জানিয়ে স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকে চিঠি দিয়েছেন সুদীপ্ত রায়।
আবার, রাজ্য জুড়ে তৃণমূলপন্থী ছাত্রদের মেডিক্যাল কলেজগুলির ক্যাম্পাস থেকে বিতাড়িত করার বিরুদ্ধে করা মামলায় দাঁড়িয়ে নাম না করে শান্তনুর বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়েছেন তৃণমূল সাংসদ, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
নিগমকে লেখা চিঠিতে ডাঃ রায় উল্লেখ করেছেন যে কাউন্সিলের ৬টি বৈঠকে অনুপস্থিত ছিলেন শান্তনু সেন। মেডিক্যাল কাউন্সিলের আইন অনুসারে কোনও সদস্য পর পর ৩টি বৈঠকে অনুপস্থিত থাকলে তাঁর সদস্যপদ খারিজ হয়ে যায়। তাই শান্তনু সেন আর মেডিক্যাল কাউন্সিলের সদস্য নেই বলে ধরে নেওয়া যেতে পারে। রাজ্যের পক্ষ থেকে চাওয়া হয়েছে বিকল্প নাম।
শান্তনু সেন এই মেডিক্যাল কাউন্সিলের প্রাক্তন সভাপতিও বটে। অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোর্টে দাঁড়িয়ে দাবি তোলেন যে থ্রেট কালচারের অভিযোগ নিয়ে সিবিআই তদন্ত হলে আরজি কর মেডিক্যালের রোগীকল্যাণ সমিতির প্রাক্তন সভাপতির বিরুদ্ধেও একই তদন্ত হওয়া উচিৎ, যা ছিলেন খোদ শান্তনু। তাহলে কি তৃণমূলে দিন শেষ দমদমের প্রাক্তন কাউন্সিলর, প্রাক্তন সাংসদ শান্তনুর? উঠছে প্রশ্ন।
NewszNow
বাংলা থেকে নিরপেক্ষ সংবাদ | Unbiased news from Bengal
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রাত্য’র - NewszNow
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রা...দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা - NewszNow
দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা NewszNow পার্বণ -কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার - NewszNow
কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার ...