কলকাতা বিভাগে ফিরে যান

রেড রোড কার্নিভালের দিন যানচলাচলের নিয়ম

অক্টোবর 19, 2023 | < 1 min read

প্রতিবছরের মতো এবারও রেড রোডে অনুষ্ঠিত হবে দুর্গাপুজোর কার্নিভাল। ২৭শে অক্টোবর হবে কার্নিভাল। যেহেতু কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র রেড রোড বন্ধ থাকবে সেইদিন, গাড়ি ঘোরানো হবে অন্য পথে, নিয়ন্ত্রণ করা হবে যানচলাচল।

কার্নিভালের দিন এক্সাইড মোড় থেকে হেস্টিংস ক্রসিং পর্যন্ত এজেসি বোস রোডের অংশে দুপুর ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত থেকে কোনও পণ্যবাহী যান চলাচল করতে পারবে না। নিউ রোড, ডাফরিন রোড, লাভার্স লেন, রেড রোডে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। বিকেল ৩টের পর ওই রাস্তাগুলিতে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

হেস্টিংস থেকে লাভার্স লেন পর্যন্ত খিদিরপুর রোডের অংশ দিয়ে ২টোর পর কার্নিভালে অংশ নেওয়া গাড়ি ছাড়া অন্য কোনও যানবাহন চলাচল করতে পারবে না। রেড রোড ছাড়াও কার্নিভালের জন্য ২৭ অক্টোবর দুপুর ২টো থেকে বন্ধ করে দেওয়া হবে ক্যুইন্সওয়ে, লাভার্স লেন, পলাশি গেট রোড, এসপ্ল্যানেড রাম্প।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

লালবাজারে কর্তাদের ডিপিতে ‘সত্যমেব জয়তে’
FacebookWhatsAppEmailShare
চতুর্থীর জনজোয়ারকে হার মানাল পঞ্চমীর রাত
FacebookWhatsAppEmailShare
পুজোর সময় মিছিল নিয়ে বিরক্ত শহরবাসী
FacebookWhatsAppEmailShare