বড়দিনে মেট্রোয় রেকর্ড ভিড়
ক্রিসমাসে পার্ক স্ট্রিটে চিরাচরিতভাবে নেমেছিল মানুষের ঢল। রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছিল এর জেরে, আর তার চাপ গিয়ে পড়ে মেট্রোর ওপর।
পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের সাবওয়ে থেকে টিকিট কাউন্টার, সর্বত্র বিপুল মানুষের ভিড়। ঢোকার দুই আর বেরোনোর দুই গেটে মানুষকে সামলাতে হিমশিম খেয়ে গিয়েছেন পুলিশকর্মীরা। কোথা দিয়ে স্টেশনে ঢুকবেন, আর কোথা দিয়েই বা বেরোবেন, তাই খুঁজে পেতে পারছিলেন না বেশিরভাগ যাত্রী।
তবে এই সবকিছুকেই ছাপিয়ে গেছে মেট্রোর ভিড়। মেট্রোর পরিসংখ্যান অনুযায়ী:
ব্লু লাইন ব্যবহার করেছেন: ৪ লাখ ৯৬ হাজার ৭৬২ জন (গতবারের তুলনায় প্রায় ২৪ হাজার ২০০ জন যাত্রী বেশি)
পার্পল লাইনে যাতায়াত করেছেন: ৪৭৫ জন যাত্রী
গ্রিন লাইন ব্যবহার করেছেন: ২৪ হাজার ৭৪০ জন
দমদমে যাতায়াত করেছেন: ৫২ হাজার ৭৫১ জন
পার্কস্ট্রিটে যাত্রী সংখ্য়া ছিল: ৩৭ হাজার ৩৫৮ জন (গতবার যাত্রী সংখ্য়া ছিল ১৮ হাজার ৯০০)
এসপ্ল্যানেডে যাত্রী সংখ্যা ছিল: ৪২ হাজার ২৮৭ জন
রবীন্দ্রসদনে যাত্রী সংখ্যা ছিল: ৩৩ হাজার ১১২ জন