ঠাকুর বিক্রিতে রেকর্ড ব্যবসা কুমোরটুলির
কথায় আছে, বাঙালির ‘বারো মাসে তেরো পার্বণ’। দুর্গা, কালী পুজোর পর এবার জগদ্ধাত্রী পুজো। গত দু’বছর ব্যবসায় চূড়ান্ত মন্দার জন্য আত্মহত্যার পথও বেছে নিয়েছিলেন কিছু শিল্পী। কারণ প্রতিমা শিল্পীদের কাছে পুজোর মরসুমই আসলে লক্ষ্মীলাভের সময়। শুধু কুমোরটুলিতেই প্রায় ৬০০ জন শিল্পী প্রতিমা গড়ার কাজ করেন।
২ বছর পর সব ঝড় ঝাপ্টা কাটিয়ে পুরোনো ছন্দে ফিরেছে বাংলার পুজো। তাই এবার বাংলায় গণেশ পুজো থেকে জগদ্ধাত্রী পুজো পর্যন্ত সব মিলিয়ে প্রায় ১৫০ কোটি টাকার প্রতিমা বিক্রি হয়েছে। ছোট থেকে বড় মূর্তি বিক্রি হয়েছে ২০ হাজার থেকে ৩ লক্ষ টাকা অবধি দামে। স্বভাবতই, হাঁসি ফুটেছে কুমোরপাড়া জুড়ে।