বাতিল হবে পাঁচ টাকার মোটা কয়েন?
ডিসেম্বর 19, 2024 1 min read
নতুন বছরের আগে বড় সিদ্ধান্ত নিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ৫ টাকার কয়েন নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। এর আগে ২০১৬ সালে পুরনো ৫০০ টাকা আর ১০০০ টাকার নোট বাতিল হয়ে যায়। গত বছর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০০০ টাকার নোটও তুলে নিয়েছে। এবার কি ৫ টাকার কয়েনের পালা ? দেশে ১০০, ২০০ এবং ৫০০ টাকার নোটের পাশাপাশি ৫, ১০ এবং ২০ টাকার কয়েনও চালু রয়েছে। তবে গত কয়েক বছরে দেখা যাচ্ছে বাজার থেকে ৫ টাকার কয়েন ক্রমশ উধাও হয়ে যাচ্ছে। আমরা সবাই পাঁচ টাকার কয়েন ব্যবহার করেছি এবং অবশ্যই দেখেছি যে এটি অন্যান্য কয়েনের চেয়ে মোটা এবং ভারী। পুরনো নিকেলের মোটা ৫ টাকার কয়েনের পরিবর্তে পাতলা সোনালী কয়েন বাজারে এসেছে অনেক আগেই। এর সঙ্গেই স্টিলের পাতলা ৫ টাকার কয়েনও ছিল ৷
পুরনো নিকেলের মোটা ৫ টাকার কয়েনের ওজন ছিল 9 গ্রামের বেশি ৷ পরের ৫ টাকার কয়েনগুলির ওজন RBI বেশ কিছুটা কমিয়ে দেয় বা ছাপানো বন্ধ করে দেয়। দেশে নতুন কয়েন ও নোট ছাপানোর অধিকার রয়েছে রিজার্ভ ব্যাঙ্কের কাছে। রিজার্ভ ব্যাঙ্ক কেন্দ্রীয় সরকারের কাছে নতুন নোট এবং কয়েন ছাপানোর প্রস্তাব দেয় ৷ রিজার্ভ ব্যাঙ্কের প্রস্তাব বিবেচনা করে কেন্দ্রীয় সরকার RBI-এর ঊর্ধ্বতন কর্তা এবং অর্থনীতিবিদদের সহায়তায় সিদ্ধান্ত নেয় এবং কয়েন ও নোট ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয় ৷ আরবিআইয়ের পদস্থ কর্তাদের দাবি, মোটা ধাতুর পাঁচ টাকার মুদ্রাটির ব্যাপক চোরাচালান শুরু হয়েছে। এটি গলিয়ে তৈরি হচ্ছে ব্লেড, যার দাম পাঁচ টাকার বেশি। এতে অর্থনীতির ক্ষতি হচ্ছে। ফলে মোটা ধাতুর মুদ্রাটি চিরতরে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা চলছে।
3 days ago
3 days ago
বাতিল হবে পাঁচ টাকার মোটা কয়েন? - NewszNow
বাতিল হবে পাঁচ টাকার মোটা কয়েন? NewszNow অর্থনীতি -3 days ago
আচমকা ফেলুদা না করার ঘোষণা সৃজিতের - NewszNow
আচমকা ফেলুদা না করার ঘোষণা সৃজিতের NewszNow বিনোদন -3 days ago
আম্বেদকরকে অপমান অমিত শাহর: প্রিভিলেজ মোশন দাখিল করলেন তৃণমূলের ডেরেক - NewszNow
আম্বেদকরকে অপমান অমিত শাহর: প্রিভিলেজ মোশন দাখিল করলেন তৃণমূলের ডেরেক NewszNow দ...3 days ago