বিনোদন বিভাগে ফিরে যান

রাহুল দেব বর্মন মানেই ম্যাজিক

জুন 27, 2023 | < 1 min read

রাহুল দেব বর্মন – ভারতবর্ষের সর্বকালের সেরা সুরকার। যে ছবির গানই তিনি পরিচালনা করেছেন সবই কাল্ট ক্লাসিক – তিসরি মঞ্জিল, শোলে, ইয়াদোঁ কি বারাত, কাটি পতঙ্গ, অমর প্রেম, হাম কিসিসে কম নহি।

১৯৬০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত একের পর এক কালজয়ী গান উপহার দিয়েছেন সংগীত জগতকে।

অবসর সময়টা সাঁতার কেটে আর মাউথ অর্গ্যান বাজিয়েই কাটাতেন পঞ্চম দা। শোনা যায়, ঘন্টার পর ঘন্টা বৃষ্টি পড়ার শব্দ রেকর্ড করতেন সিনেমার আবহসঙ্গীতে তা কাজে লাগাতে পারবেন বলে! এছাড়া, তবলা, ড্রাম, কঙ্গ, পারকাশনে তিনি যেন ঝড় তুলতে পারতেন।

বিভিন্ন ভাষায় প্রায় ৩৩১টি সিনেমায় সুরকারের দায়িত্বে ছিলেন তিনি। সুর দেওয়ার পাশাপাশি বেশ কিছু গানে গলাও মিলিয়েছেন তিনি। আর ডি বর্মণ-ই দুঃখের গান, মন কেমন করা গানের সঙ্গে প্রেমে পড়তে শিখিয়েছিলেন।

তার স্বপ্নের কামব্যাক নিয়ে পাতার পর পাতা লিখে ফেলা যায়, আলোচনা শুরু করলে কেটে যাবে রাতের পর রাত। তাই কথা না বাড়িয়ে আমরা বরং আমাদের প্লে লিস্টে আজ এই সুরের জাদুকরের হিট গান শুনেই মন ভালো করি।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

‘আমার মেয়েকে কে ফেরাবে?’, আরজি কর আবেগকে ব্যবহার করে সিনেমার ‘প্রচার’!
FacebookWhatsAppEmailShare
হেমা কমিশনের আদলে এবার টলিউডে আত্মশ্রী
FacebookWhatsAppEmailShare
কে কাকে ‘টেক্কা’ দেবে? দেব না রুক্ষ্মিণী
FacebookWhatsAppEmailShare