বাংলা বিভাগে ফিরে যান

ভারতীয় রেলে ব্যবহৃত হবে বাংলায় তৈরী চাকা

জুন 19, 2023 | < 1 min read

এবার থেকে রেলের ক্ষেত্রেও বিদেশের উপরে নির্ভরশীলতা কমাচ্ছে ভারত। সূত্রের খবর এবার থেকে ভারতীয় রেলে ব্য়বহৃত চাকা (Wheels) উৎপাদন করা হবে দেশেরই। তাও আবার আমাদের রাজ্য বাংলায়।

পশ্চিমবঙ্গের রামকৃষ্ণ ফোর্জিং ও তাদের সহকারী সংস্থা টিটাগড় ওয়াগনস (Titagarh Wagons) এই চাকা তৈরির বরাত পেয়েছে। প্রথম বছরে মোট ৪০ হাজার চাকা উৎপাদন করে ভারতীয় রেলকে সরবরাহ করবে এই সংস্থা। পরের বছর উৎপাদন বাড়িয়ে ৬০ হাজার চাকা উৎপাদন করা হবে। তৃতীয় বছর থেকে ৮০ হাজার করে চাকা উৎপাদন করবে এই দুই সংস্থা। আগামী ২০ বছরের মধ্যে এই দুই সংস্থা মিলিতভাবে ১৫.৪ লক্ষ চাকা উৎপাদন করবে এবং এর জন্য খরচ হবে ১২,২২৬.৫ কোটি টাকা।

বন্দে ভারত থেকে শুরু করে আধুনিক এলএইচবি কোচ ও ডব্লিউএজি-৯ সিরিজের কামরায় এই চাকাগুলি ব্যবহার করা হবে।

উল্লেখ্য, ইউক্রেন থেকে চাকা এনে ২০২২ সালেই বন্দে ভারত চালুর পরিকল্পনা ছিল কেন্দ্রের। কিন্তু রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের জেরে সেই আমদানি আটকে যায়। বিকল্প খুঁজতে যখন তারা ইউরোপ ও আমেরিকার বাজারে খোঁজ নেন, তখন দেখা যায় সেখানে চাকার দাম অনেক বেশি, তাই এরপরই দেশে চাকা উৎপাদনের সিদ্ধান্ত নেওয়া হয়।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার
FacebookWhatsAppEmailShare
বাংলায় ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই কে তিরস্কার সুপ্রিম কোর্টের
FacebookWhatsAppEmailShare
১০ দফা নির্দেশিকা-সহ স্বাস্থ্যসচিবকে চিঠি মুখ্যসচিব মনোজ পন্থের
FacebookWhatsAppEmailShare