পার্বণ বিভাগে ফিরে যান

কখন পড়ছে পূর্ণিমা, কতক্ষণ পরানো যাবে রাখি, দেখে নিন

আগস্ট 11, 2022 | < 1 min read

আজ পবিত্র রাখি বন্ধন উৎসব। রাখি পূর্ণিমার নির্ঘণ্ট: (Rakhi Purnima 2022 Timings)

পূর্ণিমা শুরু: বৃহস্পতিবার (২৫ শ্রাবণ, ১১ অগস্ট) সকাল ৯ টা ৫৬ মিনিটে রাখিপূর্ণিমা পড়বে। মাহেন্দ্রযোগ: সকাল ৭ টা ১ মিনিটের মধ্যে। সকাল ১০ টা ২২ মিনিট থেকে বেলা ১২ টা ৫২ মিনিটের মধ্যে মাহেন্দ্রযোগ থাকবে।

পূর্ণিমা শেষ: শুক্রবার (২৬ শ্রাবণ, ১২ অগস্ট) সকাল ৭ টা ৩৭ মিনিটে রাখিপূর্ণিমা ছাড়বে।

রাখি পরানোর নিয়ম:

রাখির সুতোর রং যেন কালো না হয়। লাল, হলুদ এবং সাদা রঙের সুতোর রাখি খুবই শুভ হয়

রাখি বাঁধার সময়ে যেন ভাইয়ের মুখ থাকে উত্তর বা পূর্ব দিকে

যে রাখি বাঁধা হবে, তা যেন একেবারে নিখুঁত হয়। ছেঁড়া বা ভাঙা যেন না হয়

প্রদীপ দিয়ে আরতি করে মিষ্টি খাওয়ানোর পর ভাইয়ের ডান হাতের কব্জিতে রাখি বাঁধুন

সম্ভব হলে নিজের সাধ্য মতো গরিব-দুঃখীদের কিছু অন্ন এবং অর্থ দান করুন

ভাইয়ের মঙ্গোল কামনায় পালন করুন এই নিয়মগুলো:

এদিন বাড়িতে লক্ষ্মী দেবী ও শ্রীবিষ্ণুর পুজো করুন।

এইদিন সকালবেলা স্নান সেরে পিতৃ পুরুষের উদ্দেশ্যে কালো তিল জলে ভাসিয়ে দিন।

বোনেরা অবশ্যই দূর্বা ঘাস অর্পণ করে গণেশের পুজো করবেন।

শিবের জলাভিষেক করতে ভুলবেন না।

ভাইকে যে রাখি বাঁধা হবে সেই রাখিটা অবশ্যই মা লক্ষ্মী এবং শ্রীবিষ্ণুর চরণ স্পর্শ করিয়ে নিন। তারপর রাখি বাঁধুন

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

লক্ষ্মী পুজোয় ফল, সবজির দামে মধ্যবিত্তের হাতে ছ্যাঁকা লাগার জোগাড়
FacebookWhatsAppEmailShare
হাওড়ার এই গ্রামে দুর্গাপুজোর থেকেও বেশি ধুমধাম লক্ষ্মীপুজোয়
FacebookWhatsAppEmailShare
সপ্তমীতে নবপত্রিকা স্নান, এই নবপত্রিকাই কি আসলে কলাবউ?
FacebookWhatsAppEmailShare