উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্বে রাজ্যপাল
বাংলার বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ ঘিরে রাজ্যপালের সঙ্গে বাংলার শাসকদলের সংঘাত চলছে। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজভবনের তরফে জানানো হয়েছে, রাজ্যের যে ১৪টি বিশ্ববিদ্যালয় বর্তমানে উপাচার্যহীন, সেই সব ক’টি বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তিকালীন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজেই সেই দায়িত্ব পালন করবেন।
এর পাশাপাশি, তিনি পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের নতুন অন্তর্বর্তিকালীন উপাচার্য হিসেবে নিয়োগ করলেন রাজকুমার কোঠারিকে। অর্থাৎ এখন বাংলার মোট ১৭টি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য রয়েছেন। রাজভবনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির যে ক’টিতে উপাচার্য পদ খালি রয়েছে সেখানকার ছাত্রদের ডিগ্রি শংসাপত্র এবং অন্যান্য নথি পেতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাই তাঁদের সহায়তার জন্য রাজ্যপাল আচার্য হিসাবে এই বিশ্ববিদ্যালয়গুলিতে সেই দায়িত্ব পালনের সিদ্ধান্ত নিয়েছেন।