শীতের মুখে ফের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি, সপ্তাহান্তে বর্ষণের সম্ভাবনা একাধিক জেলায়
নভেম্বর 26, 2024 < 1 min read
আবহাওয়ার পারদ নিম্নমুখী। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও শীত অনুভূত হচ্ছে।পার্বত্য জেলাগুলোতে প্রতিদিন কমছে তাপমাত্রা। দার্জিলিং, কালিম্পং-সহ বেশ কিছু জেলায় তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে নীচে।এদিকে রাজ্য জুড়ে শীতের আমেজ। এই শীতের আমেজের মধ্যেই বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর।সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস।
যা ছিল স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.০ ডিগ্রি সেলসিয়াস কম। জানা গেছে, আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৭-২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে আজ কলকাতার আকাশ মেঘলা থাকতে পারে। কলকাতায় আগামী চার থেকে পাঁচ দিন তাপমাত্রা আরও কমতে পারে।তবে শুধু কলকাতাতেই নয়, সকল উপকূলবর্তী জেলাতেই কমবে তাপমাত্রার পারদ। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদহ এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান বীরভূম এবং পুরুলিয়াতে বেশি কুয়াশার সম্ভাবনা রয়েছে। আর বাকি জেলাগুলোতে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
5 days ago
5 days ago
5 days ago
ঝাড়খণ্ডে এবার কার সরকার? প্রকাশ্যে এল এক্সিট পোলের ফল - NewszNow
ঝাড়খণ্ডে এবার কার সরকার? প্রকাশ্যে এল এক্সিট পোলের ফল NewszNow দেশ -5 days ago
5 days ago
মহারাষ্ট্রে সরকার গড়বে কারা? কী ইঙ্গিত দিচ্ছে সাট্টা বাজার! - NewszNow
মহারাষ্ট্রে সরকার গড়বে কারা? কী ইঙ্গিত দিচ্ছে সাট্টা বাজার! NewszNow দেশ -