আবহাওয়া বিভাগে ফিরে যান

অবশেষে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

এপ্রিল 18, 2023 | < 1 min read

West Bengal likely to receive heavy rains over weekend, IMD issues alerts |  Mint

একটানা তীব্র দাবদাহের পর অবশেষে খুশির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর।

আগামী শনিবার, ২২শে এপ্রিল, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

তবে কলকাতা লাগোয়া দুই জেলায় বৃষ্টি হলেও শহরে শনিবার বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।

আগামীকাল উত্তরবঙ্গের দার্জিলিংয়ে বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গেরও একাধিক জেলায় বৃষ্টি হতে পারে ২০, ২১ এবং ২২ এপ্রিল। মূলত পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি।

২১ এপ্রিল বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার কোনো কোনো এলাকায়।

বৃষ্টির পূর্বাভাসের কথা না বললেও, সপ্তাহের শেষে রোদের তেজ কিছুটা কমতে পারে কলকাতায় ও আকাশ কিছুটা মেঘলা থাকলেও থাকতে পারে। আগামীকালও অবশ্য দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি থাকবে তাপপ্রবাহের সতর্কতা। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ও হুগলি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় তাপপ্রবাহের হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ঘনীভূত হবে ঘূর্ণাবর্ত, ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ!
FacebookWhatsAppEmailShare
মহালয়া থেকে দশমী, বৃষ্টিতে ভাসবে বাংলা
FacebookWhatsAppEmailShare
ফের নিম্নচাপের ভ্রুকুটি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
FacebookWhatsAppEmailShare