ফের বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, যেকোনও ঘূর্ণিঝড় ল্যান্ডফলের পর আশেপাশের প্রায় ২০০ কিমি এলাকায় তার প্রভাব থাকে। তারই জেরে শনিবার থেকে আগামী বুধবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হবে। শনিবার সকালে রোদের দেখা পাওয়া গিয়েছে। ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে। তবে হাওয়া অফিস সূত্রে খবর, আজও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও ৬ দিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কালীপুজোর দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
৬ তারিখে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলা শুধু ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত বর্ষণের পূর্বাভাস রয়েছে ঝাড়গ্রাম, এবং দুই মেদিনীপুরে। ২৭ অক্টোবর বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গে। সোম ও মঙ্গলবার অর্থাৎ ২৮ অক্টোবর, ২৯ অক্টোবর দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম। শুষ্ক আবহাওয়া। পার্বত্য এলাকার দু-এক জেলায় কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। দিনভর বৃষ্টিতে তাপমাত্রা অনেকটা নেমে গেছে। দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। দু এক পশলা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে।বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে শহর কলকাতেও।