বাংলা বিভাগে ফিরে যান

তাপপ্রবাহের অস্বস্তির মাঝেই বৃষ্টির পূর্বাভাস রাজ্যে

মে 22, 2023 | < 1 min read

টানা অস্বস্তিকর গরমে নাজেহাল বঙ্গবাসী। এরই মাঝে স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পাশাপাশি গরম-অস্বস্তিও বজায় থাকবে।

সোমবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। একই পূর্বাভাস রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও। পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ঝড়বৃষ্টির পাশাপাশি থাকছে তাপপ্রবাহের সতর্কতাও। আগামী বুধবার পর্যন্ত এরকম আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। আজ থেকে আগামী কয়েক দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ভিজতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহও।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রবিবারের মধ্যেই বঙ্গে ১০০ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী, সব বুথে হবে ওয়েবকাস্টিং
FacebookWhatsAppEmailShare
আরও দেড় লক্ষ মানুষ বার্ধক্য ভাতার আওতায়, রাজ্যের খরচ ১২৬ কোটি
FacebookWhatsAppEmailShare
আর জি কর আন্দোলনের ‘প্রতিবাদী’ মুখ ডাঃ অভিজিৎ চৌধুরী সারদার টাকা নিয়েছিলেন?
FacebookWhatsAppEmailShare