বাংলা বিভাগে ফিরে যান

রেল এখন পেরেন্টলেস, যাত্রীদের কোন সুরক্ষা নেই: মমতা বন্দ্যোপাধ্যায়

জুন 17, 2024 | 2 min read

আজ সকালে মালগাড়ির ধাক্কা খেয়ে লাইনচ্যুত হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ১৫ জন মারা গেছেন, আহতের সংখ্যা কমপক্ষে ৩০। দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাওয়ার বিমানবন্দরে সাংবাদিক বৈঠকে মুখোমুখি হন তিনি।

তাঁর বক্তব্যের কিছু অংশ:

সকাল ৯টা থেকে যখন কেন্দ্রীয় সরকার খবরও পায়নি হয়তো তখন থেকেই আমাদের প্রশাসন সতর্ক ছিল
আমি নিজে মনিটরিং করেছি
পুরো উদ্ধারকাজ আমরা তদারকি করছি, ডাক্তার পাঠায়, মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করি, ডিসাস্টার টিম পাঠায়, পুরোটাই আমরা করেছি
বিমানের এতো দুর্দশা আমি জানতাম না, সকাল থেকে অনেক চেষ্টা করে এখন ফ্লাইট পেয়েছি
বিমানবন্দর সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টের আগে বাগডোগরা যাওয়ার কোনও বাণিজ্যিক উ়ড়ান নেই। রাজ্য সরকার যে বিশেষ বিমানটি নিয়ে রেখেছে, সেটিও অনিবার্য কারণে সোমবার পাওয়া যায়নি।
কি চলছে দেশে জানিনা, একটা প্রশাসনিক ব্যবস্থা কিভাবে এতো অবহেলিত হতে পারে
দুর্ঘটনা হতেই পারে, সেটা কারো হাতে নেই
আন্টি কোয়ালিশন ডিভাইস আমি তৈরী করে দিয়েছিলাম রেলমন্ত্রী থাকাকালীন, ড্রাইভার ঘুমিয়ে পড়লে বা দুটো ট্রেন কাছাকাছি এলে সিগন্যালের মাধ্যমে সতর্ক করবে এই সিস্টেম
যত না কাজ করেছে , ভাড়া বাড়িয়েছে বেশি
শিয়ালদহে নিত্য যাত্রীদের প্রতিদিনের সমস্যা হচ্ছে
আমি এখন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যাব, রাতে আমি কোচবিহার যাব, কাল ফিরবো
অন্য নাম না দিয়ে আগে যাত্রীদের সুরক্ষা কবচ দিক
রেলের একটা শ্রী ছিল, পুরো মাধুর্যটা নষ্ট করে দিয়েছে রাতের ট্রেনগুলোয় যে বিছানা দেওয়া হয় নোংরা, বাথরুম পরিষ্কার করা হয় না, খাবারের গুণমান নষ্ট হয়ে গেছে
রেলের বাজেট তুলে দিয়েছে, মন্ত্রীত্বটাই শুধু আছে
রেল এখন পেরেন্টলেস, শুধু কথা আর সৌন্দর্যায়ন হচ্ছে, কিন্তু যাত্রীদের কোন সুরক্ষা নেই
রেলওয়ের অফিসার, সিকিউরিটি, স্টাফদের ও কোন সুরক্ষা নেই, ওদের পুরনো পেনশন তুলে নেওয়া হয়েছে, খবরের কাগজে দেখেছি
আমি সম্পূর্ণভাবে রেলওয়ের কর্মচারী ও রেল কর্মকর্তাদের সঙ্গে আছি। তারা সাধ্যমত চেষ্টা করছে।
কিন্তু এই সরকার শুধু নির্বাচন নিয়ে চিন্তা করে। কিভাবে হ্যাকিং করতে হবে, কিভাবে নির্বাচনে কারচুপি করতে হবে।আমার মনে হয় বড় বড় ভাষণ না দিয়ে, প্রসাশনিক কাজে ওদের আরও মননিবেশ করা উচিত

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

৪১,৮৮৯টি পুজো কমিটির মধ্যে অনুদান ফিরিয়েছে মাত্র ৫৯টি
FacebookWhatsAppEmailShare
নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
পুজোর আগেই রাজ্যে নিয়োগ করা হবে ১৪,০৫২ জন শিক্ষককে
FacebookWhatsAppEmailShare