দেশ বিভাগে ফিরে যান

রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ সরব বিরোধীরা

মার্চ 24, 2023 | < 1 min read

‘মোদী’ পদবি সম্মন্ধে খারাপ মন্তব্য করায় দু’বছর কারাদণ্ডে সাজাপ্রাপ্ত রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। ইতিমধ্যেই লোকসভা সচিবালয়ের তরফে এ কথা জানানো হয়েছে। শোরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনৈতিক মহলে।

এই সাজার ভিত্তিতে ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সাংসদ পদ খারিজ করা হয়েছে।

ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় সহ ভারতবর্ষের বিরোধী নেতারা রাহুলের পদ খারিজের তীব্র বিরোধিতা করেছেন।

কংগ্রেস জানিয়েছে, তারা এর বিরুদ্ধে আইনিভাবে লড়বে।

আইন অনুযায়ী কোনো জনপ্রতিনিধি যদি দুই বা তার অধিক বছরের জন্য কারাদণ্ডের সাজায় দণ্ডিত হন, তবে তৎক্ষণাত তাঁর পদ খারিজ হবে।

জুনিয়র গান্ধীর বিরুদ্ধে অপরাধমূলক মানহানির মামলা করেছিলেন গুজরাটের প্রাক্তণ মন্ত্রী তথা বিজেপি বিধায়ক পূর্ণেন্দু মোদী। মামলাকারীর অভিযোগ ছিল, গোটা মোদী সম্প্রদায়কে অপমান করেছেন রাহুল।

ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ নম্বর ধারায় রাহুলের বিরুদ্ধে মামলা হয়। গতকাল আদালত জানায়, রাহুল গান্ধীর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে কারাদণ্ডের সাজার পরই রাহুল জামিন পেয়ে যান। অবশ্য, আইন মেনে আজ সদস্যপদ খারিজ হল রাহুলের।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

১২৫ কোটি টাকার কতটা ঢুকল রোহিত-বিরাটদের অ্যাকাউন্টে?
FacebookWhatsAppEmailShare
১০ বছর পরে ইপিএফের মাসিক বেতনের ঊর্ধ্বসীমা কি বাড়াচ্ছে কেন্দ্র?
FacebookWhatsAppEmailShare
আগামী সপ্তাহ থেকে রাজ্য জয়েন্টের কাউন্সেলিং শুরু
FacebookWhatsAppEmailShare