বাংলা বিভাগে ফিরে যান

রাহুল-অভিষেক কথা সংসদে

জুন 25, 2024 | < 1 min read

সাংসদ পদে শপথ গ্রহণের জন্য মঙ্গলবার লোকসভায় গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন লোকসভার ট্রেজারি বেঞ্চে রাহুল গান্ধীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আলোচনা করতে দেখা গেছে।স্পিকার নির্বাচন নিয়ে কংগ্রেস যে সিদ্ধান্ত নিয়েছে, তা তাদের একার সিদ্ধান্ত।

এ ব্যাপারে তৃণমূলের সঙ্গে তারা কোনওরকম আলোচনা করেনি বলে জানিয়ে দিলেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।সংসদ চত্বরে দাঁড়িয়ে অভিষেক বলেন, ‘‘কংগ্রেসের তরফে কে সুরেশকে স্পিকার পদের মনোনয়ন দেওয়া হয়েছে, বিরোধী জোটের সমস্ত শরিকদের সঙ্গে কথা না বলেই। এ ব্যাপারে আমাদের সঙ্গে কোনও আলোচনা হয়নি। দুর্ভাগ্যজনক।

কিন্তু বলতে বাধ্য হচ্ছি এই সিদ্ধান্ত একতরফা ভাবে নেওয়া হয়েছে।’’কংগ্রেসকে তৃণমূল সমর্থন জানাবে কিনা! সেই প্রেক্ষাপটে এদিন রাহুল-অভিষেকের আলোচনা প্রাসঙ্গিক। তৃণমূল সূত্রে জানানো হচ্ছে, সন্ধেয় অভিষেকের উপস্থিতিতে সংসদীয় দলের বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে তৃণমূল।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

পঞ্চায়েত ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের
FacebookWhatsAppEmailShare
হকারদের জন্য সিদ্ধান্ত নেওয়া ১০ দফা
FacebookWhatsAppEmailShare
বিচার ব্যবস্থায় কোনরকম রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা উচিত নয়: মমতা
FacebookWhatsAppEmailShare