দেশ বিভাগে ফিরে যান

রেডিও কলারেই মৃত্যু কুনোর চিতাদের?

জুলাই 18, 2023 | < 1 min read

The worms on the skin got inside the body of the cheetahs; Is the neck 'radio  collar' humble?
Image – India posts English

মধ্যপ্রদেশের কুনো অভয়ারণ্য়ে মৃত্যু হয়েছে একের পর এক চিতার। গত সপ্তাহে মৃত দুটি চিতারই কিডনি ও হৃদপিন্ড ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে দাবি করা হচ্ছে। ধন্দ একেবারে চরমে উঠেছে চিতার মৃত্যুর কারণ নিয়ে। কুনো অভয়ারণ্যে যে চিতাগুলির গতিবিধির উপর নজর রাখার জন্য় পরানো হয়েছিল রেডিও কলার।

বেশ কিছু আফ্রিকান চিতা বিশেষজ্ঞদের মতে, চিতাগুলির গলার রেডিও কলার এই সমস্যার কারণ হতে পারে। আশঙ্কা করা হচ্ছে এই রেডিও কলার থেকে সংক্রমণ ছড়িয়েছে কোনো এক চিতার শরীরে, সেখান থেকেই সংক্রমিত হয়েছে অন্যান্য চিতারা।

এবার চিতার গলা থেকে রেডিও কলার খুলে নেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা শুরু করেছে বনদফতর। কিন্তু চলতি বর্ষার মধ্য়ে এত বড় জঙ্গলে চিতার গলা থেকে রেডিও কলার খুলে নেওয়া সহজ ব্যাপার নয়। সুদূর নামিবিয়া থেকে ভারতে আনা হয়েছিল চিতাগুলিকে। এই চিতা ছাড়ার সময় উপস্থিত ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই চিতা বাঁচিয়ে রাখাটাই এখন বড় চ্য়ালেঞ্জ বন দফতরের কাছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare
ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন
FacebookWhatsAppEmailShare
যোগীরাজ্যে স্কুল থেকে ‘উধাও’ ২৮ লক্ষ পড়ুয়া!
FacebookWhatsAppEmailShare