বাংলা বিভাগে ফিরে যান

সিঙ্গুর থেকে পথ চলা শুরু রচনা বন্দ্যোপাধ্যায়ের

মার্চ 17, 2024 | < 1 min read

তৃণমূলের প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর প্রথমবার হুগলি লোকসভার সিঙ্গুরে আসেন রচনা বন্দ্যোপাধ্যায়। প্রথমদিনই নেতা থেকে কর্মীদের হৃদয় জিতে নিতে সময় লাগেনি ‘দিদি নম্বর ওয়ান’ রচনা বন্দ্যোপাধ্যায়ের। লোকসভা এলাকার সাত বিধায়ক ও নেতাকর্মীর সঙ্গে পৃথক বৈঠক করেছেন তিনি। সিঙ্গুরের ডাকাতকালী মন্দিরে দিয়েছেন পুজোও।ডাকাত কালীমন্দির থেকে বেরিয়ে পায়ে হেঁটে রতনপুর লোহা পট্টিতে যান রচনা।

পথে নিজের নামে লেখা দেওয়ালে রং তুলির ছোঁয়াও দেন তিনি। প্রচারে এসে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন ‘‘এখানকার মাটি আন্দোলনের মাটি। মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকেই আন্দোলন শুরু করেছিলেন। আর এই মাটিই আমি নিয়ে যাব দিদির জন্য। আর বলব, তোমার সিঙ্গুর থেকেই আমি আমার প্রচার শুরু করলাম।’’

প্রসঙ্গত, হুগলি লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে সাতটি বিধানসভা। সেগুলি হল সিঙ্গুর,ধনেখালি, চন্দননগর, চুঁচুড়া, সপ্তগ্রাম,বলাগড় ও পান্ডুয়া। কী ভাবে প্রচার করা হবে, নতুন কোন কৌশল অবলম্বন করা হবে, কবে থেকে রোড শো শুরু হবে, সেই সব বিষয় নিয়ে আলোচনা করেন রচনা বন্দ্যোপাধ্যায়।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

৪১,৮৮৯টি পুজো কমিটির মধ্যে অনুদান ফিরিয়েছে মাত্র ৫৯টি
FacebookWhatsAppEmailShare
নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
পুজোর আগেই রাজ্যে নিয়োগ করা হবে ১৪,০৫২ জন শিক্ষককে
FacebookWhatsAppEmailShare