কলকাতা বিভাগে ফিরে যান

QR Code স্ক্যান করে চিনে নিন মনীষীদের

আগস্ট 27, 2023 | < 1 min read

কলকাতার বুকে ছড়িয়ে রয়েছে, আবক্ষ থেকে পূর্ণাঙ্গ, অজস্র মূর্তি। সেই তালিকায় কে নেই? স্বাধীনতা সংগ্রামী থেকে ব্রিটিশ রাজপুরুষ, প্রাক্তন জননেতা থেকে খ্যাতনামা ক্রীড়াবিদ। এছাড়াও রয়েছেন বহু মনীষী, বহু বিশিষ্ট মানুষ। তবে বছরের বেশির ভাগ সময় অনাদরেই পড়ে থাকে সেগুলি। মূর্তিতে ধুলোময়লা জমে থাকায় পরিচয় জানতেও সমস্যা হয়। দেশ-বিদেশের যে-সব পর্যটক কলকাতায় আসেন, তাঁরাও মূর্তিগুলি দেখে ঠিকমতো চিনতে পারেন না।

তাই মূর্তি চেনাতে আলাদা করে নোটিস বোর্ড লাগানোর পাশাপাশি QR Code ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে পূর্ত দফতর। QR Code স্ক্যান করলেই যাঁর মূর্তি, তাঁর সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। মূর্তিগুলি যাতে সারা বছর সাফসুতরো থাকে, তারও ব্যবস্থা করা হবে।

আপাতত ময়দানে ২৬টি মূর্তি রয়েছে, সেগুলির পাশে যাঁর মূর্তি, তাঁর নাম-পরিচয়, কর্মকাণ্ড সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দেওয়া হবে। আরও বেশি তথ্য জানতে হলে QR Code স্ক্যান করতে হবে। তারপর কলকাতার সমস্ত মূর্তিতেই এই ব্যবস্থা আনার চেষ্টা করবে পূর্ত দফতর।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

১০ দফা নির্দেশিকা-সহ স্বাস্থ্যসচিবকে চিঠি মুখ্যসচিব মনোজ পন্থের
FacebookWhatsAppEmailShare
কর্মবিরতি আংশিক প্রত্যাহার জুনিয়র ডাক্তারদের
FacebookWhatsAppEmailShare
বিচার চাইতে গিয়ে নিজেদের দায়-দায়িত্ব-শপথ সব ভুলে গেছেন জুনিয়র চিকিৎসকরা?
FacebookWhatsAppEmailShare