পার্বণ বিভাগে ফিরে যান

মণ্ডপে ভিড় কমবে কতক্ষণে জানাবে অ্যাপ

সেপ্টেম্বর 4, 2023 | < 1 min read

কোন পুজো মণ্ডপে কত লাইন, এবার সেদিকে নজর রাখবে পুলিশের বিশেষ সফটওয়্যার। সেইমতো কোনও বড় পুজো মণ্ডপে কতক্ষণ পর গেলে ভিড় এড়িয়ে ঠাকুর দেখা সহজ হবে, সেই তথ্য জানতে পারবেন দর্শনার্থীরা।

রাস্তার মোড়ে মোড়ে বৈদ্যুতিন স্ক্রিন বসিয়ে এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দর্শনার্থীদের জানিয়ে দেবে লালবাজার। এই বছর পুজোয় কয়েক লাখ মানুষের ভিড় হবে বলে আশা করছে কলকাতা পুলিশ।

সাধারণত পুজোর মাস দুই আগে থেকেই কোন পুজো কমিটি কী থিম তৈরি করছে, তা জানার চেষ্টা করে লালবাজার। পুজোয় ‘ক্রাউড সার্কুলেশন’ পুলিশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

গত কয়েক মাস ধরে এই নিয়ে কাজ করছে কলকাতা পুলিশের রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট উইং। এই উইংয়ের সদস্যরা সমীক্ষা করে কলকাতার যে কুড়িটি মণ্ডপে বেশি ভিড় হয়, তৈরি করেছেন সেগুলির তালিকা। দর্শনার্থীদের সুবিধার জন্য এই বছর থেকেই এই অ্যাপ চালু করছে লালবাজার।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

তারকেশ্বরে শ্রাবণী মেলার এবারের আকর্ষণ সংগ্রহশালা
FacebookWhatsAppEmailShare
পুজোয় কোন খাতে খরচ হবে অনুদানের ৮৫ হাজার টাকা?
FacebookWhatsAppEmailShare
পুজো কমিটিগুলির অনুদান বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়
FacebookWhatsAppEmailShare