দেশ বিভাগে ফিরে যান

ঘুরিয়ে কুস্তিগিরের ঘাড়েই দায় চাপালেন পিটি ঊষা

আগস্ট 13, 2024 | < 1 min read

প্যারিস অলিম্পিক্সে কুস্তির ফাইনালে ১০০ গ্রাম ওজন বেশি হয়ে যাওয়ায় নামতে পারেননি ভিনেশ ফোগট । তিনি রুপো হাতছাড়া করেন।এই ঘটনায় ভিনেশের সমর্থনে দুই বিশিষ্ট আইনজীবী হরিশ সালভে ও বিদস্পত সিংঘানিয়া মিলে আন্তর্জাতিক আদালতে সওয়াল করেছেন। সেই রায় বেরনোর কথা মঙ্গলবার ভারতীয় সময়ে রাত ন’টা নাগাদ। এবার ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি ঊষা এই ইস্যুতে বড়সড় বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, ওজন নিয়ন্ত্রণের দায়িত্ব অ্যাথলেট ও ​​তার কোচের।

এর জন্য মেডিকেল টিমকে দায়ী করা ঠিক হবে না।একটি বিবৃতিতে পিটি ঊষা জানান, ‘কুস্তি, ভারোত্তোলন, বক্সিং, জুডোর মতো খেলায় ওয়েট ম্যানেজমেন্টের দায়িত্ব সংশ্লিষ্ট অ্যাথলিট এবং তাঁর কোচের। আইওএর নিযুক্ত চিফ মেডিক্যাল অফিসার পার্দিওয়ালা এবং তাঁর দলের নয়। আইওএর মেডিক্যাল দলের ওপর যে অভিযোগ উঠেছে, বিশেষ করে পার্দিওয়ালার বিরুদ্ধে, সেটা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।’এর আগে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে জানানো হয়েছিল, ভিনেশের পদকের লড়াইয়ে তারা পাশে আছে। কিন্তু শেষে ওজন-বিতর্কে কুস্তিগির ও তাঁর দলের উপর দায় চাপিয়ে দেওয়া হল।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মণিপুরে বিতর্কিত আফস্পার মেয়াদ বাড়াল কেন্দ্র
FacebookWhatsAppEmailShare
‘সব জরুরি কাজই করবেন জুনিয়র ডাক্তারেরা’, মন্তব্য প্রধান বিচারপতির
FacebookWhatsAppEmailShare
‘রাজনীতি থেকে দেবতাদের দূরে রাখুন,’তিরুপতির লাড্ডু নিয়ে নাইডুকে তিরস্কার সুপ্রিম কোর্টের
FacebookWhatsAppEmailShare