দেশ বিভাগে ফিরে যান

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয়

সেপ্টেম্বর 17, 2022 | < 1 min read

‘স্পেশাল প্রোটেকশন গ্রুপ’ (এসপিজি) নিরাপত্তা পান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
যেকোনো প্রধানমন্ত্রীর মেয়াদ শেষে (অর্থাৎ প্রাক্তন হয়ে গেলে), ৫ বছর এই নিরাপত্তা প্রদান করা হয়।


১ হাজারেরও বেশি কমান্ডো ঘিরে থাকেন প্রধামন্ত্রীকে। ‘বুলেটপ্রুফ বিএমডব্লিউ ৭’ তে চড়েন প্রধানমন্ত্রী। তাঁর কনভয়ের প্রথম গাড়িটি দিল্লি পুলিশের নিরাপত্তা কর্মীর, যাতে থাকে সাইরেন। এই গাড়ির পর থাকে এসপিজির গাড়ি। তার পরে থাকে আরও দু’টি গাড়ি।

এর পরে আরও দু’টি গাড়ি থাকে। যার একটি থাকে বাম দিকে। অপরটি ডান দিকে। মধ্যিখানে থাকে প্রধানমন্ত্রীর গাড়ি। প্রধানমন্ত্রী জনসমক্ষে কোনও অনুষ্ঠানে গেলে, তাঁকে ঘিরে থাকেন এসপিজি কমান্ডোরা এবং তারা থাকেন দ্বিতীয় সারিতে। কনভয়ে থাকে জ্যামার লাগানো দু’টি অ্যান্টেনা সহ বিশেষ গাড়ি। রাস্তার ১০০ মিটারের মধ্যে বিস্ফোরক নিষ্ক্রিয় করতে পারে এই গাড়ি।


এছাড়াও আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসার সুবিধার জন্য রাখা হয় একটি অ্যাম্বুলেন্স। সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষর রিপোর্ট অনুযায়ী,মোদির নিরাপত্তার জন্য রোজ খরচ হয় ১.৬২ কোটি টাকা। ২০২০-২১ অর্থবর্ষে এসপিজি নিরাপত্তার জন্য ৫৯২.৫৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare
ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন
FacebookWhatsAppEmailShare