কলকাতা বিভাগে ফিরে যান

বকেয়া সম্পত্তি করে ছাড় বন্ধ, অগস্ট থেকে চালু ওয়েভার স্কিম

জুন 15, 2024 | < 1 min read

বকেয়া সম্পত্তি কর মেটাতে যে বড় অংশের ছাড় দিয়েছিল কলকাতা পুরসভা, এ বার সেই নিয়ম বন্ধ করতে চলেছে তারা।

কলকাতা পুরসভা সূত্রে খবর, আগামী ১ অগস্ট থেকে নতুন নিয়মে বকেয়া সম্পত্তিকর আদায় করা হবে। সূত্রের খবর, ইতিমধ্যেই এই ‘ওয়েভার স্কিমে’র একটি রূপরেখা প্রস্তুত হয়ে গিয়েছে।

এতদিন অবধি বকেয়া করের ছাড়ের বিষয়ে সুদের ওপর ৫০% ও জরিমানার ওপর ৯৯% ছাড় পাওয়া যেত। ২০১৮ সাল থেকে পুর আইন অনুযায়ী এই ছাড় প্রদান করা শুরু হয়। গত ৬ বছর ধরে চলার পর এবার সেই নিয়ম বন্ধ হতে চলেছে। ১ অগস্ট থেকে নতুন এই পদ্ধতিতে বকেয়া কর নেওয়ার কাজ শুরু হবে। এই নতুন নিয়মে ঠিক হয়েছে, কর যত দিন বকেয়া রয়েছে, সুদ ও জরিমানার ওপর ছাড় তত কম হবে। দুই বছর বা তার কম সময়ে বাকি থাকা বকেয়া মেটালে জরিমানার উপর ৯৯ শতাংশ ও সুদের ওপর ৫০ শতাংশ অবধি ছাড় পাওয়া যাবে। ২-৫ বছরের মধ্যে সম্পত্তিকর বকেয়া থাকলে জরিমানার উপর ৭৫ শতাংশ এবং সুদের ওপর ৪৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। ৫-১০ বছর কর বকেয়া থাকলে জরিমানার উপর ৫০ শতাংশ এবং সুদের উপর ৪০ শতাংশ ছাড় পাওয়া যাবে।

১০ বছর বা তার বেশি সময় কর বকেয়া থাকলে জরিমানার পরিমাণ ২৫ শতাংশ এবং সুদের পরিমাণে ৩৫ শতাংশ ছাড় পাওয়া যাবে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রথযাত্রার দিন রাজ্য জুড়েই বৃষ্টির পূর্বাভাস
FacebookWhatsAppEmailShare
কবে চলবে শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো
FacebookWhatsAppEmailShare
হকারদের জন্য সিদ্ধান্ত নেওয়া ১০ দফা
FacebookWhatsAppEmailShare