দেশ বিভাগে ফিরে যান

প্রিয়াঙ্কা গান্ধী লড়বেন ওয়ানাড় থেকে

জুন 18, 2024 | < 1 min read

ওয়ানাড়ে ভোট মিটে যাওয়ার পোড় কংগ্রেস ঘোষণা করেছিল যে উত্তরপ্রদেশে সোনিয়া গান্ধীর আসন এবং কংগ্রেসের গড় বলে পরিচিত রায়বারেলি থেকে লড়বেন রাহুল গান্ধী। দুই আসন থেকেই জয়লাভ করেছেন কংগ্রেসের রাজপুত্র। কিন্তু নিয়ম মেনে একটি আসন তাঁকে ছেড়ে দিতেই হবে।

তাই, কেরলের ওয়ানাড় আসনটি ছেড়ে দিচ্ছেন রাহুল। সেই আসন থেকে উপনির্বাচনে লড়বেন প্রিয়াঙ্কা গান্ধী, এমনটাই জানিয়েছেন দলের সভাপতি মল্লিকার্জুন খড়্গে।

গতকাল খড়্গের বাড়িতে আয়োজিত বৈঠকে সনিয়া গান্ধী, প্রিয়ঙ্কা, এআইসিসির সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল উপস্থিত ছিলেন, যেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এই প্রথম গান্ধী – নেহরু পরিবারের কোনো সদস্য নিজের জীবনের প্রথম রাজনৈতিক লড়াই দক্ষিণ ভারত থেকে লড়বেন। ইন্দিরা গান্ধী, সোনিয়া এবং রাহুল দক্ষিণ থেকে আগে লড়লেও প্রথম প্রতিদ্বন্দ্বিতা উত্তরপ্রদেশ থেকেই করেছিলেন।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিজেপি শাসিত ত্রিপুরায় বন্ধ ঐতিহ্যশালী দুর্গাপুজো, উৎসবে ফিরতে নারাজ উদ্যোক্তারা
FacebookWhatsAppEmailShare
নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
বৈবাহিক ধর্ষণকে অপরাধের আওতায় আনার প্রয়োজন নেই, সুপ্রিম কোর্টে বলল নরেন্দ্র মোদির সরকার
FacebookWhatsAppEmailShare