পরিবহণ বিভাগে ফিরে যান

বেসরকারি হাতে অলাভজনক বাস রুট

সেপ্টেম্বর 17, 2023 | < 1 min read

লাগাতার বেড়ে চলেছে জ্বালানির দাম, তার সঙ্গে রয়েছে কর্মীর ঘাটতি ও রক্ষণাবেক্ষণের অভাব।
তাই প্রাথমিকভাবে ট্রাম কোম্পানি, সিএসটিসি এবং ডব্লুবিটিসির ১৯ রুটের ৪০টি সরকারি বাসকে বেসরকারি হাতে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দপ্তর।
আগ্রহ দেখিয়ে এগিয়ে এসেছে মোট ৮টি সংস্থা।
যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বেসরকারি সংস্থাগুলির ওপর বেশ কিছু কিছু শর্ত আরোপ করা হচ্ছে। 
৩০ দিনের মধ্যে অন্তত ২৬ দিন বাসগুলিকে রাস্তায় নামাতেই হবে। 
তার কম হলে প্রতিদিন বাসপিছু ৫০০ টাকা করে জরিমানা দিতে হবে। 
এছাড়া বাসের যাবতীয় কর্মী অর্থাৎ চালক, কন্ডাক্টর এবং রক্ষণাবেক্ষণের খরচ ও তেলের ব্যবস্থা সংশ্লিষ্ট সংস্থাকেই করতে হবে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

কলকাতার রাস্তায় আর চলবে না ট্রাম? জানাল রাজ্য সরকার
FacebookWhatsAppEmailShare
মেট্রো প্রকল্পের কাজের জন্য ময়দানে নতুন করে গাছ কাটা যাবে না, নির্দেশ সুপ্রিম কোর্টের
FacebookWhatsAppEmailShare
অতিরিক্ত একজোড়া মেট্রো, কাল থেকে শুরু পরিষেবা
FacebookWhatsAppEmailShare