রেজিস্ট্রেশন ফি বারবার নিতে পারবে না বেসরকারি হাসপাতাল
নভেম্বর 9, 2024 < 1 min read
রাজ্যজুড়ে বেসরকারি হাসপাতালের রমরমা। শহর থেকে শুরু করে মফস্বল এমনকী গ্রামাঞ্চলেও গত কয়েক দশকে বেসরকারি হাসপাতালের সংখ্যা বেড়েছে বহুগুণে। তবে অনেক ক্ষেত্রেই বেশ কিছু বেসরকারি হাসপাতালে ডাক্তার দেখাতে গিয়ে চিকিৎসকের ফি ছাড়াও বাড়তি টাকা গুণতে হয় রোগীকে।
তবে এবার এই বাড়তি টাকা নিয়ে রাজ্যের স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন তাঁদের অবস্থান স্পষ্ট করেছে।পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও মেয়াদ রাখা যাবে না এই রেজিস্ট্রেশন ফিজের। একবারই তা নেওয়া যাবে রোগীর কাছ থেকে।চিকিৎসকের ফি ছাড়াও অনেক বেসরকারি হাসপাতাল বারবার রোগীদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ কখনও আড়াইশো আবার কখনও ৩০০ টাকা নেয় বলে অভিযোগ।
তবে এবার স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, বারবার রেজিস্ট্রেশন ফি-এর নামে রোগীর কাছ থেকে টাকা নেওয়া যাবে না। প্রথমবার রোগী যখন ডাক্তার দেখাতে আসবেন সেই একবারই নেওয়া যাবে রেজিস্ট্রেশন ফি।রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের চেয়ারম্যান অসীমকুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, হাসপাতাল যে কারণে রেজিস্ট্রেশন চার্জ নেওয়ার কথা বলছে তা সঠিক নয়। এর জন্য টাকা নেওয়া যায় না। হাসপাতাল যে নির্দিষ্ট মেয়াদের কথা বলছে তাও অমূলক।
NewszNow
বাংলা থেকে নিরপেক্ষ সংবাদ | Unbiased news from Bengal
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রাত্য’র - NewszNow
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রা...দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা - NewszNow
দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা NewszNow পার্বণ -কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার - NewszNow
কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার ...