পরিবহণ বিভাগে ফিরে যান

পঞ্চায়েত ভোটের জন্য উধাও বেসরকারি বাস

জুলাই 6, 2023 | < 1 min read

আগামী শনিবার ৮ জুলাই বাংলায় পঞ্চায়েত ভোট। সেই কারণে বেসরকারি বাণিজ্যিক গাড়ি ভাড়া নিয়েছে নির্বাচন কমিশন। সেই তালিকায় বেসরকারি বাসের পাশাপাশি রয়েছে পুলকারও। এর ফলে অসুবিধায় পরেছেন অফিস যাত্রী থেকে স্কুলপড়ুয়া।

বর্তমানে পশ্চিমবঙ্গ জুড়ে গড়ে ২৬ হাজার বাস চলে। জেলার বাসগুলো আগেই ভাড়া নেওয়া হয়ে গেছিল। পুলিশ-প্রশাসনের পাশাপাশি, মোটর ভেহিকলসের আধিকারিকেরা ‘হুকুম-দখল’ করে বেসরকারি বাণিজ্যিক গাড়ি ভাড়া নিতে নির্বাচন কমিশনকে সহায়তা করেছেন। কলকাতায় রোজ সাড়ে চার হাজার বাস চলাচল করে। ভোটের প্রয়োজনে শহর থেকে তুলে নেওয়া হয়েছে দেড় হাজার বাস। কলকাতা এবং শহরতলি জুড়ে রেজিস্টার সাড়ে তিন হাজার পুলকার চলাচল করে। ভোটের কারণে ভাড়া নেওয়া হয়েছে দেড় হাজারের বেশি পুলকার।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

জুলাইয়ের আগেই শিয়ালদহ স্ট্রেশনের সমস্ত ট্রেন ১২ বগিতে উন্নীত হবে
FacebookWhatsAppEmailShare
মুম্বাইয়ের অটল সেতুতে তিন মাসেই ফাটল!
FacebookWhatsAppEmailShare
২৫ হাজার গ্রামীণ সড়ক তৈরির উদ্যোগ
FacebookWhatsAppEmailShare