দেশ বিভাগে ফিরে যান

‘ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রীকে’, দাবি অমর্ত্য সেনের

জুলাই 2, 2024 | < 1 min read

লোকসভা নির্বাচন পর্বে মুসলিমদের নিয়ে নরেন্দ্র মোদীর মন্তব্য ঘিরে জোর বিতর্ক তৈরি হয়েছিল। তাঁর দাবি ছিল, কংগ্রেস ক্ষমতায় এলে দেশবাসীর ব্যক্তিগত সম্পত্তি, মা-বোনেদের গয়না ছিনিয়ে মুসলিমদের মধ্যে বিলিয়ে দেবে। এ ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের কথা বোঝাতে তিনি ‘বহিরাগত’ এবং ‘যাদের অনেক সন্তান হয়’ কথাগুলির ব্যবহার করেছিলেন। এবার সেই মন্তব্য প্রসঙ্গে নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, ‘ভারতের মুসলিম নাগরিকদের বহিরাগত বলার জন্য ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রীকে।

২০ কোটি মুসলিম নাগরিককে অসম্মান করে রেহাই পাবেন না প্রধানমন্ত্রী। তিনি আমাদের সকলকে অসম্মান করেছেন। এতে ওঁর সংকীর্ণ মানসিকতার পরিচয় পাওয়া যাচ্ছে। ভারত সম্পর্কে তাঁর ভাবনাচিন্তা অত্যন্ত উদ্বেগজনক।’ নির্বাচন পর্বে নরেন্দ্র মোদী মন্তব্য করেছিলেন, তিনি নিজেকে ঈশ্বরের দূত বলে বিশ্বাস করেন। তাঁর জন্ম বায়োলজিক্যাল নয়। অর্থাৎ জৈবিকভাবে জন্ম হয়নি বরং ভগবান তাঁকে এ পৃথিবীতে পাঠিয়েছেন তাঁর কাছ করে দেওয়ার জন্য।এই প্রসঙ্গে অমর্ত্য সেন বলেন, ‘হয় তিনি একজন মেগ্যালোম্যানিয়াক। না হয় সম্পূর্ণ ভ্রমে রয়েছেন।’

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মশলা প্রস্তুত করতে পারবে না ১১১টি সংস্থা, লাইসেন্স বাতিল করল FSSAI
FacebookWhatsAppEmailShare
জিকা ভাইরাস নিয়ে সতর্কতা জারি করল কেন্দ্র
FacebookWhatsAppEmailShare
এফআইআরে নামই নেই হাথরাসের ঘটনায় অভিযুক্ত ভোলে বাবার
FacebookWhatsAppEmailShare