দেশ বিভাগে ফিরে যান

পদ্ম সম্মানে বাংলার জয়জয়কার

জানুয়ারি 27, 2024 | < 1 min read

প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে। এবছর এবার মোট ১৩২ জনকে পদ্ম সম্মানে ভূষিত করা হয়েছে। পদ্মভূষণ পাচ্ছেন মিঠুন চক্রবর্তী, ঊষা উথুপ।

মিঠুন চক্রবর্তী তাঁর অভিনয় জগতে অবদানের জন্য এই পুরস্কার পাচ্ছেন। মরণোত্তর পদ্মভূষণ পাচ্ছেন সত্যব্রত মুখোপাধ্যায়। পদ্মশ্রী সম্মান পাচ্ছেন ছৌ নৃত্যের জন্য মুখোশ তৈরির কারিগর নেপালচন্দ্র সূত্রধর। পদ্মশ্রী সম্মান পাচ্ছেন বাংলার গাছ দাদু। পুরুলিয়ার সিন্দ্রি গ্রামের বাসিন্দা দুখু মাঝি প্রায় পাঁচ হাজার গাছ লাগিয়েছেন।

এছাড়াও ভাদু শিল্পী রতন কাহারকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে।এ ছাড়াও বাংলা থেকে পদ্মশ্রী সম্মান পাচ্ছেন শিল্পী সনাতন রুদ্র পাল। বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন নারায়ন চক্রবর্তী এবং একলব্য শর্মা। তাকদিরা বেগম এবং গীতা রায় বর্মনও এই বিশেষ পুরস্কারে সম্মানিত হতে চলেছেন।পদ্মশ্রী পাচ্ছেন আরেক বাঙালি, বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

আরজি কর মামলার শুনানির মধ্যেই নভেম্বরে অবসর প্রধান বিচারপতির, কী কী মামলা রয়েছে তাঁর অধীনে
FacebookWhatsAppEmailShare
বুথ ফেরত সমীক্ষায় দুই রাজ্যেই বিজেপির ভরাডুবি
FacebookWhatsAppEmailShare
মোদি-শাহের রাজ্যে গণধর্ষণের শিকার কিশোরী,কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ
FacebookWhatsAppEmailShare